দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: অযৌক্তিকভাবে সরকারিকরণ আটকে রাখার প্রতিবাদ ও প্রক্রিয়া দ্রুত শেষ করতে ফের রাজপথে নেমেছেন রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষক-ছাত্রী ও অভিভাবকরা। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে সরকারিকরণ প্রক্রিয়া দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন তারা। প্রক্রিয়া আটকে রাখার নেপথ্য কুশীলবদের শাস্তিও দাবি করেছেন তারা।
মানবন্ধন থেকে আরো অভিযোগের মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রীর ঘোষিত ও অনুমোদিত সিদ্ধেশ্বরী গার্লস কলেজটির সরকারিকরণ বাস্তবায়ন কার্যক্রম আটকে রেখে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে। বিগত ৫ বছর ধরে সরকারিকরণ প্রক্রিয়াধীন বলে নিয়োগ, পদোন্নতিসহ বিভিন্ন আর্থিক সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে শিক্ষক-কর্মচারীদের।
ছাত্রীদের অভিযোগ, প্রধানমন্ত্রী ঘোষণা দেয়ার পরও কলেজ কর্তৃপক্ষ বার বার জাতীয়করণ পিছিয়ে দিচ্ছে। যার কারণে আমরা অনেক কম বেতনে পড়াশোনার সুবিধাসহ অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। ছাত্রীরা ২৫ টাকা বেতনে পড়ার কথা জেনে ভর্তি হয়েও মাসে ১৩০০ টাকা বেতন দিতে হচ্ছে যা তাদের পরিবারের জন্য ভীষণ চাপের ও হতাশার। একই সাথে এটি প্রতারনার শামিল।