বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের চার জেলার ৮৭ শিক্ষাপ্রতিষ্ঠানের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন স্থগিত করা রয়েছে। তবে অন্যান্য বিভাগগুলোতে সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আঞ্চলিক উপ-পরিচালকের কার্যালয় সূত্র জানায়, সিলেট জেলায় ১১, মৌলভীবাজারে ১৩ এবং সুনামগঞ্জের ৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সামষ্টিক মূল্যায়ন স্থগিত থাকবে। তবে সিলেটের হবিগঞ্জ উপজেলায় সামষ্টিক মূল্যায়ন চলমান রয়েছে।
কবে নাগাদ স্থগিত পরীক্ষা নেয়া হতে পারে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী দৈনিক আমাদের বার্তাকে বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন নির্দেশনা আসবে। কারণ, বাচ্চাদের ঝুঁকির মুখে ফেলা যায় না।
প্রসঙ্গত, ২০২৪ খ্রিষ্টাব্দের নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন গত বুধবার থেকে শুরু হয়েছে। এ কার্যক্রম শেষ হওয়ার কথা ছিলো ৩০ জুলাই। তবে সূচিতে ৩য় দফায় পরিবর্তনের ফলে ১৩ জুলাইয়ের ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান, সপ্তম শ্রেণির ইংরেজি, অষ্টম শ্রেণির শিল্প ও সংস্কৃতি এবং নবম শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা বিষয়গুলোর ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের কার্যক্রম ৩ আগস্ট গ্রহণের জন্য জন্য বলা হয়েছে। এর ফলে মূল্যায়ন কার্যক্রম শেষ হচ্ছে ৩ আগস্ট।
উল্লেখ্য, সিলেট বিভাগের তিন জেলা সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে।