রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ফের কেবিনে স্থানান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাকে সিসিইউ থেকে কেবিনে নেয়া হয়। এর আগে রাত পৌনে ৪টায় তাকে শ্বাসকষ্ট ও ফুসফুসে পানি জমে যাওয়ায় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউতে) নেয়া হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
গত ৯ আগস্ট থেকে আড়াই মাস ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া।
চিকিৎসক জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার শারীরিক কিছু জটিলতা বেড়ে যাওয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে কেবিন থেকে আজ ভোর রাত সাড়ে তিনটার দিকে সিসিইউতে নেওয়া হয়েছিল। এরপর তার শ্বাসকষ্টের সমস্যা কিছুটা কমলে আট ঘণ্টা পর আজ বেলা সাড়ে ১১টার দিকে আবার কেবিনে নেওয়া হয়েছে। এর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার দফায় খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়েছিল।