মেহেরপুর বুড়িপোতা সীমান্তে গুচ্ছগ্রাম এলাকায় ২৮ হাজার মার্কিন ডলার ফেলে পালিয়েছেন এক পাচারকারী। সোমবার দুপুরে এ ডলার উদ্ধার করে বিজিবি সদস্যরা। বাংলাদেশি টাকায় বর্তমানে এর মূল্য ৩০ লাখ ৮১ হাজার টাকার বেশি।
বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বিষয়টি দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেহেরপুর সদর উপজেলার আওতাধীন বুড়িপোতা ক্যাম্পের অধীনে গুচ্ছগ্রাম এলাকার সীমান্ত পিলার ১১৬/৫-এস হতে ১ হাজার ৫০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে গুচ্ছগ্রামের মোড়ের পাশে সন্দেহজনক এক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলে তিনি একটি ফাঁকা ব্যাগ ফেলে পালিয়ে যান। ওই ফেলে যাওয়া ব্যাগের তল্লাশি করে ২৮ হাজার মার্কিন ডলার ও ১টি পুরাতন লোহার বটি এবং ২টি পুরাতন কাচি উদ্ধার করা হয়।
মার্কিন ডলারগুলো মামলা দায়ের করে ট্রেজারের মাধ্যমে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।