ঝালকাঠির জ্বালানি তেলের জাহাজে বিস্ফোরণে ১১ লাখ লিটার পেট্রোল ও জিজেল তেল ছড়িয়ে পড়েছে সুগন্ধা নদীতে। মারাত্মক পরিবেশ বিপর্যয় ও দুর্ঘটনার আশঙ্কা করছেন পরিবেশবাদী ও স্থানীয়রা। তেল উদ্ধারে ৫ ঘন্টায়ও কোনো পদেক্ষেপ না থাকায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী।
ঝালকাঠির পৌর এলাকার সুগন্ধা নদীতে শনিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে বিকট শব্দে বিস্ফোরণ হয় তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২। ৭ লাখ লিটার প্রেট্রোল ও ৪ লাখ লিটার ডিজেল খালাস করতে তিন দিন আগে ঝালকাঠি পদ্মা অয়েল কোম্পানিতে আসে এই জাহাজটি। ঘটনার সময় নদীর ওপারে নোঙ্গর করা ছিলো জাহাজটি। পেছনের দিকে ইঞ্চিনরুমে বিস্ফোরণে পর জাহাজের ওপরের অংশ ছিটকে পড়ে যায়।
জাহাজটিতে ফাটল ধরায় এবং আস্তে আস্তে ডুবতে থাকায় জাহাজের তেল এখন ছড়িয়ে পড়ছে সুগন্থা নদীতে। আর পরিবেশবাদী ও স্থানীয় জনগণ মারাত্মক পরিবেশ দূষণ ও দুর্ঘটনার আশঙ্কা করছেন। একদিকে জীববৈচিত্র অপর দিকে নদীতে তেল ভেসে আগুন লাগারও শঙ্কাও তৈরি হয়েছে।
শনিবার সন্ধ্যা পর্যন্ত দুর্ঘটনা কবলিত জাহাজটিতে উদ্ধারব কোনো ব্যবস্থা হয়নি।
তবে, বরিশাল নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দ্বীনে আলম দৈনিক শিক্ষাডটকমকে জানান, জাহাজের কেউ নিখোঁজ নেই। সবাই আহত অবস্থায় উদ্ধার হয়েছে। জাহাজটিকে উদ্ধারেও তৎপরতা চলছে।
২০২১ খ্রিষ্টাব্দের ১২ নভেম্বর সুগন্ধা নদীর একই স্থানে একই কোম্পানির সাগর নন্দিনী-৩ জাহাজটিতেও বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে ৫ জন নিহত হয়েছিলেন।