সাম্প্রতিক বন্যায় দেশের কয়েকটি জেলায় কিছু শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব পড়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত হবু শিক্ষকদের ওপরও। অনেক শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যাওয়ায় যোগদান নিয়ে তারা শঙ্কিত। বিষয়টি নিয়ে দৈনিক আামাদের বার্তার পক্ষ থেকে জানতে চাওয়া হয় এনটিআরসিএর কর্তাদের।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কর্তারা জানান, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের যোগদানের সময় বাড়ানো হবে না। ১৯ সেপ্টেম্বরের মধ্যেই প্রার্থীদের প্রতিষ্ঠানে যোগদান করতে হবে।
রোববার (১ সেপ্টেম্বর) দৈনিক আমাদের বার্তার এক প্রশ্নের জবাবে এনটিআরসিএর সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) নূরে আলম সিদ্দিকী দৈনিক আমাদের বার্তাকে বলেন, দেশের বন্যা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। যেহেতু যোগদানের শেষ সময় ১৯ সেপ্টেম্বর সেক্ষেত্রে প্রার্থীদের হাতে এখনো পর্যাপ্ত সময় রয়েছে।
এছাড়া যেসব অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা শিক্ষা অফিসার বা উপজেলা নির্বাহী অফিসার বরাবরও যোগদান করতে পারবেন। যোগদানে এর কোন প্রভাব পড়বে না বলেও উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, ৯৬ হাজার ৭৩৬টি শিক্ষক শূন্যপদে নিয়োগের জন্য পঞ্চম গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। প্রার্থী না থাকায় ২২ হাজার ৩৩ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়। নিবন্ধিত প্রার্থীরা ভি-রোল ফরম পূরণ করে এনটিআরসিএতে তাদের সনদ জমা দিয়েছেন। তাদের মধ্যে ১৯ হাজার ৫৮৬ জনকে চূড়ান্ত সুপারিশের সম্মতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।