পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী সরকারি কলেজে ২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে ওরিয়েন্টেশনের মাধ্যমে একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও গভনিং বডির সভাপতি সাইয়েমা হাসান।
সুবিদখালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আছাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। ওরিয়েন্টেশন ক্লাসে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা দেয়া হয়।
অনুষ্ঠানে কলেজে পড়াশোনার পদ্ধতি, মনোযোগ, ক্লাসে শতভাগ উপস্থিতি, টিউটোরিয়াল ও ব্যবহারিক পরিক্ষায় অংশগ্রহণ এবং বোর্ড নির্ধারিত পাঠ্যপুস্তকের সিলেবাস নিয়ে আলোচনা করা হয়। এছাড়া কলেজের শিক্ষকরা একাদশ শ্রেণির শিক্ষার্থীদের দেশপ্রেম ও উন্নত রাষ্ট্র গড়ার জন্য সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পরামর্শ দেন।
কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক সালমা মাজাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক মো. জহিরুল হক, ইংরেজীর প্রভাষক মোহাম্মাদ নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাকিব মৃধা, কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মো. মাহাবুব আলম রুবান ও সাধারণ সম্পাদক মো. শাকিল হোসেন সায়েকসহ অনেকে।
উপজেলা নির্বাহী অফিসার সাইয়েমা হাসান ওরিয়েন্টেশন ক্লাসে শিক্ষার্থীদের দেশপ্রেম, মানবিক গুণাবলি, মাদককে না, মা-বাবা ও শিক্ষকের প্রতি সম্মান প্রদর্শন ও দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে উঠার দিক নির্দেশনামূলক তুলে ধরেন। তিনি বলেন, কলেজে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার্থীদের পড়াশোনা করানো হবে। নিয়মিত ক্লাসে উপস্থিত ও পরীক্ষায় ভাল ফল করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে।
অনুষ্ঠানের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আছাদুজ্জামান বলেন,সুবিদখালী সরকারি কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ হিসেবে পরিচিত ও এর বেশ সুনাম রয়েছে। একাদশ শ্রেণির শিক্ষার্থীদের সর্বোচ্চ নিয়ম-কানুনের মধ্যে রেখে মাল্টিমিডিয়া ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে ক্লাস পরিচালনা করা হবে।