দৈনিক শিক্ষাডটকম, সিলেট : সুরমা নদীর ভাঙনে সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের দলইমাটি ও পাত্রমাটি সড়ক-মাদরাসা-স্কুল ও বসতঘর বিলীন হয়ে আসছে। কিন্তু নদীটির ভাঙন রোধে কোনো উদ্যোগ নেই। সুরমা নদীর ভাঙন চলছে কয়েক বছর ধরে। কয়েক শত বছর পুরাতন ঝিংগাবাড়ী হাফিজি মাদরাসা পুরাতন ভবন ভেঙে যাচ্ছে। মাদরাসার সামনে অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন ঝুঁকিতে রয়েছে দুইটি ভবনসহ ওপর ঝিংগাবাড়ী পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়। গ্রামের বসতঘর হুমকিতে রয়েছে। এলাকার বাসিন্দারা কয়েক বছর ধরে স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কাছে নদীভাঙন প্রতিরোধের দাবি জানিয়ে আসছেন। কিন্তু তারপরও নদীভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ঝিংগাবাড়ি ইউনিয়নের মেম্বার আব্দুল কাদির জানিয়েছেন- ভাঙন রোধে এখনই উদ্যোগ নেয়া দরকার।
নইলে পুরো এলাকাই নদীগর্ভে বিলীন হতে পারে। এজন্য পানিসম্পদ মন্ত্রণালয় ও স্থানীয় পাউবোকে দ্রুত উদ্যোগ নিতে হবে। নদীভাঙন রোধে দ্রুত প্রকল্প গ্রহণ করতে হবে। উপজেলা প্রশাসনকেও এ ব্যাপারে তৎপর হতে হবে। স্থানীয়রা জানিয়েছেন- প্রশাসন থেকে চাপ না এলে বা কোনো কাজের গুরুত্ব যথাযথভাবে তুলে ধরতে না পারলে এ ধরনের কাজে অর্থের বরাদ্দ বা প্রকল্প পাস করানো সহজ হয় না।