দৈনিক শিক্ষাডটকম, ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের অন্য ৭টি বিভাগীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এদিন পরীক্ষা চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত কার্জন হল কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ‘বিজ্ঞান ইউনিট’ ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ বাবুসহ সংশ্লিষ্টরা।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন ও অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, অত্যন্ত স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ইউনিটের এবারের ভর্তি পরীক্ষায় প্রতি ১৮৫১ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা জন্য আবেদন করেছে ১২২১৮৪ জন। আসন প্রতি লড়াই করছে ৬৬জন শিক্ষার্থী।
ঢাকাসহ ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যের সঙ্গে সকালে কথা হয়েছে। তারা আমাকে জানিয়েছন সকল কেন্দ্রেই সুষ্ঠুভাবে পরীক্ষা সংগঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো কেন্দ্র থেকেই কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি।