নিজ স্ত্রীকে নির্যাতনসহ নানা অভিযোগে অভিযুক্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষার উপপরিচালক (ডিডি) মো. আক্তারুজ্জামান ভূঞাকে বদলি করা হয়েছে। তাকে ওএসডি করে সরকারি বাঙলা কলেজে সংযুক্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আর শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষার নতুন ডিডি হিসেবে পদায়ন পেয়েছেন ওএসডি শিক্ষা ক্যাডার কর্মকর্তা সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ মনিরুল হক। তিনি ছাত্রজীবনে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাদের বদলি ও নতুন পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
বদলিকৃতদের ১৩ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা শাখার উপপরিচালক মো. আক্তারুজ্জামান ভূঞার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে। ২০১৪ খ্রিষ্টাব্দে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় জেলে গিয়েছিলেন । সরকারি চাকরি আইন-২০১৮ এর ৩৯ (২) ধারায় গ্রেফতার হওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করার বিধান থাকলেও তার ক্ষেত্রে তা বাস্তবায়িত হয়নি। তিনি তথ্য গোপন করে স্বপদে বহাল ছিলেন। বৃহস্পতিবার তাকে বদলি করা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।