ঝালকাঠির রাজাপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ৪৫ পরিবার ঈদুল আজহা উদযাপন করছে।
রোববার সকাল ৮টায় উপজেলার ডহরশংকর এলাকার দারুস সুন্নাহ জামে মসজিদ প্রাঙ্গণে প্রথমে অনুষ্ঠিত হয় ঈদুল আজহা জামাত।
এতে নারীরাও আলাদা কাতারে অংশ নেন। পরে পশু কোরবানি করা হয়।
আয়োজকরা জানান, ২০২০ খ্রিষ্টাব্দ থেকে এ উপজেলার ডহরশংকর গ্রামের কয়েকটি পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ ও রোজা পালন করে আসছেন এবং একইভাবে কোববানির ঈদও পালন করছেন। এখন এ গ্রামে ৪৫টি পরিবার এ ধারায় ঈদ পালন করে আসছে।
স্থানীয় দারুস সুন্নাহ জামে মসজিদের সভাপতি মো. রিপন হাওলাদার জানান, ২০২০ খ্রিষ্টাব্দ থেকেই তারা এ ধারা বজায় রেখে আসছেন। আসলে সৌদি আরবের সঙ্গে মিল রেখে নয়, একই দিনে বিশ্বের সব মুসলিম সম্প্রদায়ের সঙ্গে উৎসব পালনের লক্ষে এটা চালিয়ে আসছেন তারা।
প্রথমদিকে বাধা আসলেও এখন নির্বিঘ্নেই উৎসব পালন করতে পারছেন বলেও জানান মো. রিপন হাওলাদার।