হিমালয় কন্যা নেপালের রাজধানী কাঠমান্ডুর সরকারি স্কুলগুলোর দুই সহস্রাধিক শিক্ষককে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। গতকাল রোববার কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক ও বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণটি আয়োজন করেছে কাঠমান্ডু মেট্রোপলিটন সিটি কর্তৃপক্ষ।
আয়োজকদের আশা, শিক্ষকদের এই দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচি সরকারি স্কুলগুলোতে শিক্ষার মান বাড়াতে, পাঠদান পরবর্তী উন্নত ফলাফল পেতে ও শিক্ষার্থীদের আরও দক্ষ করে তুলতে সহায়ক হবে।
এ বিষয়ে সিটি প্ল্যানিং কমিশনের সদস্য শৈলেন্দ্র ঝা সাংবাদিকদের বলেন, মহানগরের সরকারি স্কুলগুলোতে কর্মরত দুই হাজারেরও বেশি শিক্ষক গতকাল থেকে প্রশিক্ষণ নিচ্ছেন। কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশেষজ্ঞরা ৫৫টি কেন্দ্রে চার দিনের এই প্রশিক্ষণ দিচ্ছেন।
তিনি আরো বলেন, ইতোমধ্যে কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা সরকারি স্কুলের ৩৯ জন শিক্ষককে এ ধরনের প্রশিক্ষণ দিয়েছেন। তাদের মধ্যে ৩৪ জন ভালো নম্বর পেয়েছেন। নগর কর্তৃপক্ষ ওই ৩৪ শিক্ষককে কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনে অর্থায়ন করবে। আমরা সরকারি স্কুলগুলোর অবকাঠামো উন্নয়ন ও ডিজিটাল শিক্ষার ক্ষেত্রেও বিনিয়োগ করেছি।
শিক্ষকদের সক্ষমতা বাড়াতে এর আগে কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে কাঠমান্ডু নগর কর্তৃপক্ষ। পাশাপাশি পরিচালনা করেছে শিক্ষাদানের কার্যকারিতা ও শিশু মনোবিজ্ঞানের ওপর বিশেষ সমীক্ষা। এজন্য নগর কর্তৃপক্ষ কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়কে ২৮ মিলিয়ন নেপালি রুপিরও বেশি অর্থ দিয়েছে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।