নরসিংদীর মাধবদীতে ৮ম শ্রেণির স্কুলছাত্র সিফাত হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে মাধবদী পৌর সভার সামনে সতীপ্রশন্ন (এসপি ইন্সটিটিউট) স্কুলের শিক্ষার্থী, শিক্ষক অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধনে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি প্রেশার মানুষ অংশ নেয়।
মানবন্ধনে বক্তারা বলেন, প্রায় ৩ মাস আগে মাধবদী সতীপ্রশন্ন (এসপি ইন্সটিটিউট) স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী রিফাত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর থানায় মামলা দেয়া হলো। কিন্তু পুলিশ এখনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করছে না। রহস্যজনক কারণে পুলিশ হত্যাকাণ্ডের মূল আসামি ও নেপথ্যের কারিগরদের গ্রেফতারে উদাসীন ভূমিকা পালন করছে। অবিলম্বে নৃশংস ওই হত্যাকাণ্ডের অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
মানবন্ধনে বক্তব্য রাখেন নিহতের মা ঝরনা বেগম, বাবা মো. সুন্দর আলী সহকারী শিক্ষক মনোয়ার হোসেন, স্কুল পিরচালনা কমিটির সদস্য হাবিবুর রহমান, আবু দাউদ, আব্দুল্লা আল, শাহেদ মনির হোসেনসহ স্কুলের একাধিক শিক্ষক-শিক্ষিকা।
উল্লেখ, চলতি বছরের ২১ জুন নিহত মো. সিফাত হোসেন (শুভ) বাড়ি থেকে ভাত খেয়ে গরুর জন্য ঘাস কাটতে তার বন্ধু রাজনকে নিয়ে নওয়াপাড়া জজ ভূঁইয়া গ্রুপের মিলের মাঠে যায়। এরপর আর সে বাড়িতে ফেরেনি। তাকে সেখানে খুঁজতে গেলে জজ ভূঁইয়া গ্রুপের দারোয়ান তাদের ভেতরে ঢুকতে দেয়নি। একদির পর অপর দারোয়ানদের সহযোগিতায় মিলের ভেতরে গিয়ে সিফাত হোসেন শুভর রক্তাক্ত মরদেহ উপুড় হয়ে পড়ে আছে। পরে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের ঘটনায় জজ ভূঁইয়া গ্রুপের দারোয়ানসহ ৮ জনের নামে মামলা দায়েল করেন নিহত স্কুলছাত্রের বাবা সুন্দর আলী।