চলমান ফুটবল বিশ্বকাপে সমর্থকদের টানানো আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা দান করে দেয়ার আহ্বান জানিয়েছেন করোনাকালে মৃতদের লাশ দাফন করে আলোড়ন সৃষ্টিকারী ‘টিম খোরশেদ’-এর টিম লিডার ও নাসিকের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
পতাকাগুলো সংগ্রহ করে স্কুলের পোশাক তৈরি করে অসহায় শিশুদের মধ্যে বিতরণের ঘোষণা দেন তিনি। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি তার এই উদ্যোগের কথা জানান।
খোরশেদ জানান, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আমরা বিভিন্ন দেশের বিশাল বিশাল পতাকা বানিয়েছি। খেলা শেষে এই পতাকাগুলো অবহেলায় নষ্ট হয়ে যাবে, কোনো কাজেই লাগবে না। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার রঙের সঙ্গে আমাদের দেশের বেশির ভাগ স্কুলের ছাত্রীদের পোশাকের মিল আছে।
তিনি বলেন, ‘আপনার বানানো পতাকাগুলো খেলা শেষে আমাদের কাছে পৌঁছে দিন। আমরা পৌঁছে দেব বিদ্যানন্দকে। তারা এসব কাপড় দিয়ে সামর্থ্যহীন ছাত্রীদের স্কুল ড্রেস বানিয়ে দেবে। আমরা নিজেরাও নারায়ণগঞ্জে স্কুল ড্রেস বানিয়ে দেব ইনশাআল্লাহ।’