স্কুলে না যাওয়ার জন্য নিজেকে অপহরণের নাটক সাজিয়েছিল অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোর। নিখোঁজের ১০ ঘণ্টা পর অবশেষে ওই কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বারাবাঙ্কি জেলায়।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরের ছোট ভাই পুলিশকে এ পরিকল্পনার কথা জানায়। পরে পাশের অযোধ্যা জেলা থেকে ওই কিশোরকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার ওই দুই কিশোর গ্রীষ্মের ছুটি পর স্কুলে যায়। পরে বাড়ি ফেরার পর কিশোরের ছোট ভাই জানায় যে, তার ভাইকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে।
বারাবাঙ্কি জেলার পুলিশ কর্মকর্তা দীনেশ সিং বলেন, গত সোমবার বিকেলে আমরা ঘটনাটি জানতে পারি। আমরা ১০টি দল কিশোরটিকে উদ্ধারের জন্য গঠন করি। পরে সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের সঙ্গে কথা বলেও এ ঘটনার কূল-কিনারা পাওয়া যায়নি। এরপর ওই কিশোরের ছোট ভাইয়ে অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ওই কিশোরের ছোট ভাই জানায় যে, অপহরণের সময় সে টয়লেটে ছিল। কিন্তু পুলিশের সন্দেহ হয় যে, টয়লেটে থাকলে সে অপহরণের খবর কীভাবে জানল। এরপরই পুলিশ আসল তথ্য জানতে পারে।
পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই কিশোর তার আরেক বন্ধুর সঙ্গে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে। পরে তাদেরকে বাসে করে অযোধ্যা জেলার দিকে যেতে দেখা যায়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা আশুতোষ মিশ্র বলেন, আমরা ওই কিশোরের অন্যান্য বন্ধুদের সঙ্গেও কথা বলেছি। তারা জানায় যে, ওই কিশোরের সঙ্গে থাকা ছেলেটিও তাদের বন্ধু। ওই কিশোরকে তার বন্ধুসহ গত মঙ্গলবার অযোদ্ধা থেকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া কিশোর জানিয়েছে, তারা স্কুল থেকে বের হওয়ার পর একটি মন্দিরে যায় ও পরে দুপুরের খাবার খায়।
কেন অপহরণের নাটক সাজানো হলো এ কথা জানতে চাইলে উদ্ধার হওয়া ওই কিশোর পুলিশকে বলে, গ্রীষ্মের ছুটিতে অনেক মজা করেছি। আমি আরও কিছুদিন স্কুলে না যেতে চাইছিলাম।