স্কুলে পড়ুয়া টানতে মিছিল

দৈনিকশিক্ষা ডেস্ক |

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : সম্প্রতি নতুন ভবন তৈরি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার জয়নগরের চালতাবেড়িয়া পঞ্চায়েতের ব্যানার্জির আবাদ প্রাথমিক স্কুলে। দিন কয়েক আগে নতুন প্রধান শিক্ষকও নিয়োগ হয়েছে। কিন্তু গত কয়েক বছরে পড়ুয়ার সংখ্যা সে ভাবে বাড়েনি। তাই জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে ওই স্কুলে পড়ুয়া টানতে ছাত্রছাত্রীদের নিয়ে এলাকায় মিছিল করলেন শিক্ষক-শিক্ষিকারা।

স্কুল ও স্থানীয় সূত্রের খবর, একসময়ে এই স্কুলে প্রচুর ছাত্রছাত্রী ছিলেন। বছর দশেক আগেও স্কুলের পড়ুয়া সংখ্যা ছিলো তিনশোর বেশি। অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুল ভবন বেহাল হয়ে পড়েছিলো। পরিকাঠামো ও পঠনপাঠন নিয়ে আরো নানা অভিযোগও উঠছিলো। এ সবের জেরে পড়ুয়া কমতে শুরু করে। অনেকেই সরকারি প্রাথমিক স্কুল ছেড়ে বেসরকারি স্কুলে ছেলেমেয়েদের ভর্তি করান। বছর দুয়েক আগে স্কুলের পড়ুয়া সংখ্যা একশোর নীচে নেমে যায়। বর্তমানে চারজন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। গত বছর থেকেই এলাকার মানুষকে বুঝিয়ে বাচ্চাদের স্কুলে আনতে উদ্যোগী হন শিক্ষকরা। বর্তমানে দেড়শোর কাছাকাছি পড়ুয়া রয়েছেন স্কুলে। আগামী শিক্ষাবর্ষে যাতে আরো পড়ুয়া স্কুলে আসে, সেই কারণেই দিনকয়েক আগে বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে মিছিলের আয়োজন করা হয়।

প্ল্যাকার্ড হাতে পড়ুয়ারা গ্রামের পথে মিছিল করেন। সঙ্গে ছিলেন শিক্ষক-শিক্ষিকারাও। গ্রামের স্কুলেই ছেলেমেয়েদের ভর্তি করানোর জন্য অভিভাবকদের বার্তা দেওয়া হয়। 

নবনিযুক্ত প্রধান শিক্ষক প্রদীপকুমার দাস বলেন, আমরা চাই গ্রামের সব ছেলেমেয়ে গ্রামের স্কুলেই পড়াশোনা করুক। ছাত্র-ছাত্রীদের মিছিলের মাধ্যমে একটি বার্তা দেওয়া হল। গ্রামের মানুষের সঙ্গে বৈঠক করেও আমরা ছেলেমেয়েদের স্কুলে ভর্তি করানোর আর্জি জানাব।

মিছিলে উপস্থিত ছিলেন জয়নগর উত্তর চক্রের স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষও। তিনি বলেন, পঠনপাঠন, পরিকাঠামোর দিক থেকে সরকারি স্কুল কোনোভাবেই পিছিয়ে নেই। অভিভাবকেরা নিশ্চিন্তে বাচ্চাদের স্কুলে ভর্তি করাতে পারেন। সেই বার্তাটাই আমরা পৌঁছে দিতে চাইছি।

নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে পড়ুয়া টানতে অন্যান্য প্রাথমিক স্কুলেও নানা পরিকল্পনা হচ্ছে বলে জানান তিনি। 

 

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।

 


পাঠকের মন্তব্য দেখুন
ইউএনওর ‘মানসিক নির্যাতনে’ শিক্ষকের মৃত্যুর অভিযোগ - dainik shiksha ইউএনওর ‘মানসিক নির্যাতনে’ শিক্ষকের মৃত্যুর অভিযোগ শিক্ষা ক্যাডারে পদোন্নতির সভা ১৮ সেপ্টেম্বর - dainik shiksha শিক্ষা ক্যাডারে পদোন্নতির সভা ১৮ সেপ্টেম্বর সেই অভিযুক্ত রেবেকাই এবার মাউশি ঢাকার ডিডি! - dainik shiksha সেই অভিযুক্ত রেবেকাই এবার মাউশি ঢাকার ডিডি! নাহিদ-দীপুর ঘনিষ্ঠ ব্যক্তিই মাউশি অধিদপ্তরের ডিজি হচ্ছেন! - dainik shiksha নাহিদ-দীপুর ঘনিষ্ঠ ব্যক্তিই মাউশি অধিদপ্তরের ডিজি হচ্ছেন! শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া হয়েছে- জানতে চায় অধিদপ্তর - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া হয়েছে- জানতে চায় অধিদপ্তর এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি অন্যকে সুযোগ দেয়ার জন্য নয়: সারজিস - dainik shiksha এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি অন্যকে সুযোগ দেয়ার জন্য নয়: সারজিস কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0040431022644043