স্কুলে ভর্তি: শূন্য আসনের তথ্য দেয়নি অনেক প্রতিষ্ঠান

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

সারাদেশের হাই স্কুলে ১২ নভেম্বর থেকে অনলাইনে ভর্তির আবেদন শুর হচ্ছে। সেই হিসেবে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য ভর্তির আবেদন শুরু হতে বাকি আছে দুই দিন। কিন্তু এখনও অনেক স্কুল শূন্য আসনের তথ্য রেজিস্ট্রেশন করেনি। এজন্য রেজিস্ট্রেশনের সময় ১০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ নিয়ে দ্বিতীয় দফায় বাড়ল শূন্য আসনের তথ্য রেজিস্ট্রেশনের সময়।

ডিজিটাল লটারির মাধ্যমে স্কুলে প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থী ভর্তিতে শূন্য আসনের তথ্যসহ রেজিস্ট্রেশন gsa.teletalk.com.bd শুরু হয়েছে ৩০ অক্টোবর থেকে। এই সময়ের মধ্যে সব স্কুলের তথ্য অনলাইনে রেজিস্ট্রেশন না হওয়ায় ৮ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়।

এরপরও সব স্কুলের তথ্য পাইনি শিক্ষা প্রশাসন। সে জন্য দ্বিতীয় দফায় বাড়ল্যে শূন্য আসনের তথ্য চূড়ান্ত করার সময়। ইতোমধ্যে সময় বাড়ানোর চিঠি অনলাইনে সংশ্লিষ্ট এলাকার স্কুলের অধ্যক্ষ-প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে বলে গত শুক্রবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।

অধিদপ্তর জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আবেদন শুরুর আগে সব প্রতিষ্ঠানের শূন্য আসনের তথ্য চূড়ান্ত হতে হবে। সেটি না হলে তথ্য গরমিল বা কম-বেশি দেখিয়ে অবৈধভাবে শিক্ষার্থী ভর্তির সুযোগ থেকে যায়। এ জন্য দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগর ও জেলা সদর উপজেলায় অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষের জন্য প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে লটারি পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির জন্য শূন্য আসনের তথ্য পাঠানোর নির্দেশ দেয়া হয়।

ভর্তি নীতিমালা অনুযায়ী, ঢাকার প্রতিষ্ঠানগুলোর জন্য নির্ধারিত এলাকায় সর্বোচ্চ তিনটি থানাকে অন্তর্ভুক্ত করার নিয়ম রয়েছে। অনলাইন আবেদন ফরমে ব্যাংক সংক্রান্ত তথ্য যুক্ত করতে প্রতিষ্ঠান প্রধানদের অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও রাউটিং নম্বর প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভুল তথ্য দেয়া হলে সেক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানকে ব্যক্তিগতভাবে দায়ি হতে হবে।

এবার কোটাভিত্তিক ভর্তি প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। আগে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত রাখা হতো। আসন শূন্য থাকলে নাতি-নাতনিদেরও সেই কোটায় ভর্তির সুযোগ দেয়া হতো। এবারের ভর্তি নীতিমালা অনুযায়ী, এখন থেকে শুধু মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানরাই এই কোটা সুবিধা পাবে। আসন শূন্য থাকলে মেধাতালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে।


পাঠকের মন্তব্য দেখুন
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি - dainik shiksha তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবি - dainik shiksha স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবি ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তি নির্দেশিকা প্রকাশ - dainik shiksha ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তি নির্দেশিকা প্রকাশ শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজকে ভাসানী নামকরণের দাবি - dainik shiksha শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজকে ভাসানী নামকরণের দাবি এইচপিভি টিকাদান কর্মসূচির সমন্বয় সভা কাল - dainik shiksha এইচপিভি টিকাদান কর্মসূচির সমন্বয় সভা কাল ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ২২ ডিসেম্বর - dainik shiksha ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ২২ ডিসেম্বর কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0027649402618408