দৈনিক শিক্ষাডটকম, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাটুদা চন্দ্রবাস সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন ভুট্টা ব্যবসায়ীদের গুদাম ঘর ও খেলার মাঠটি ভুট্টা মেলার চাতালে পরিণত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় সরজমিন ঘুরে দেখা গেছে, চন্দ্রবাস গ্রামের কয়েকজন ভুট্টা ব্যবসায়ী পুরো স্কুল দখল করে রেখেছে। বিদ্যালয়ের পুরাতন ভবন এখন ভুট্টার গুদাম ঘর হিসেবে ব্যবহার করছে তারা। বিদ্যালয়ের রুমের ভেতরে ও বাইরে সারি সারি ভুট্টার বস্তা সাজানো। প্রথমে দেখলেই মনে হবে যে, এটা ভুট্টা সংরক্ষণাগার।
উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান জানান, আপনিই আমাকে জানালেন। প্রধান শিক্ষক কিছুই জানাননি। দু’এক দিনের মধ্য স্কুলটি ভিজিট করা হবে। ভিজিট করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা জানান, বিষয়টা দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদ্যালয়ের রুম ও খেলার মাঠ ভুট্টা ব্যবসায়ীরা দখল করে ব্যবহার করার কোনো সুযোগ নেই। আমি প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করবো।