স্কুলের ছাদে সারি সারি টব। সেখানে বেড়ে ওঠা গাছের ডালে ঝাঁকে ঝাঁকে নানা প্রজাতির ফুল, ফল আর সবজি ছেয়ে গেছে পুরো ছাদ বাগান। ছাদে উঠতেই মিলবে পুই শাঁক, কলমি শাকসহ নানা জাতের শাক। আর তার পাশেই রয়েছে বাহারী রকমের পাতা বাহারের গাছ। পুরো ছাদটিই একটি দৃষ্টি নন্দন বাগান। বিভিন্ন রকমের ফুল ফুটে বাগানের সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে। বাগানের অপরূপ দৃশ্য দেখতে ভিড় করছে উৎসাহী মানুষ। স্কুলের ছাদে যে বাগান করা সম্ভব, সেটি প্রমাণ করেছেন নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী কৃষি শিক্ষক সুকুমার রায়।
ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নে বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টিতে প্রায় সাড়ে তিনশ’ শিক্ষার্থী লেখাপড়া করেন। স্কুলের কৃষি শিক্ষক সুকুমার রায় শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দিতে স্কুলের ছাদকে ফেলে না রেখে বাগান হিসেবে ব্যবহার করছেন। এতে যেমন শিক্ষার্থীরা উপকৃত হচ্ছেন, তেমনি শিক্ষকের পরিকল্পনা আজ অনেকের কাছে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।
স্কুলের ছাদে গেলে বিশ্বাসেই হবে না এটি স্কুলের ছাদ। বর্তমানে গোলাপ, জবা, কৃঞ্চচুড়াসহ নানা প্রজাতির ফুলে ফুলে ভরে উঠেছে বিদ্যালয়ের ছাদ। তেমনি নানা জাতের আম, মাল্টার ফলে অপরূপ সাজে সেজেছে বিদ্যালয়ের ছাদ বাগান।।
২০১৭ খ্রিষ্টাব্দে নিজ উদ্যোগে শিক্ষক সুকুমার রায় স্কুল ছাদে বাগান করা শুরু করেন। শুরুতে অল্প কিছু গাছ থাকলেও আজ পুরো ছাদ ভরে গেছে ফুল-ফল আর সবজিতে। গোলাপ, ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা, রজনীগন্ধাসহ নানা প্রজাতি ফুলের পাশাপাশি রয়েছে আম, বেল, আঙুর, মাল্টা, লেবু, কমলা ও জাম্বুরা। ঔষধি গাছের মধ্য রয়েছে ঘৃতকুমারী, তুলসী, পুদিনাপাতা, পাথরকুচি, আকন্দ ও থানকুচি। ছাদের আরেক দিকে রয়েছে লাউ, স্কোয়াস, পেঁপে, বেগুন, মরিচ, ওলকপি, ধনেপাতা, পালংশাক,পুইশাক,কলমী শাক আর টমেটো।
শিক্ষক সুকুমার রায় বলেন, ২০১৭ খ্রিষ্টাব্দের শেষের দিকে কয়েকটি ফুলের চারা লাগাই। সেখানে ফুল আসায় আলাদা শোভা দিচ্ছিলো। তখন বিভিন্ন সময়ে অনেক জায়গা থেকে বিভিন্ন ফুল, ফল ও ঔষধি গাছের চারা সংগ্রহ করে স্কুল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ছাদে বাগান করা শুরু করি। ব্যক্তিগতভাবে প্রায় দুই লাখের উপরে খরচ হয়েছে। টাকাটা এখানে মুখ্য নয়, ছাদকে ফেলে না রেখে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দিতে ছাদকে যে ব্যবহার করা যায়- সেই ইচ্ছা থেকে ছাদে ফুল বাগানের পাশাপাশি ফল আর সবজি চাষ করছি। শুধু স্কুল নয়, কারোর বাড়ির ছাদ ফেলে না রেখে সেখানে সবজি চাষ করে উপার্জন করাও সম্ভব।
পাঙ্গা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তরনি কান্ত রায় বলেন, বিদ্যালয়ের ছাদবাগানটি মনোরম পরিবেশের সৃষ্টি করেছে। এখানে শিক্ষার্থীরা জীববিজ্ঞানের অংশ উদ্ভিদবিজ্ঞান এবং কৃষি বিষয়ে হাতে–কলমে শিখতে পারছে। অন্যদিকে শিক্ষার্থীরা বিভিন্ন ফুলের চারা নিয়ে গিয়ে নিজ বাড়িতে লাগাচ্ছে।