চাঁদপুরের ফরিদগঞ্জে ২ নম্বর পূর্ব বালিথুবা ইউনিয়নে একটি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদ জানিয়েছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদের নেতারা। গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন এবং ডিসি বরাবর প্রতিবাদ স্মারকলিপি দিয়েছেন তারা।
জানা যায়, ফরিদগঞ্জের ২ নম্বর পূর্ব বালিথুবা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করা হয়। যেখানে লেখা ছিল—‘আলহামদুলিল্লাহ, (দেবীপুর) সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ করা হলো আজ মাসিক সমন্বয় সভায়।’ এরপর থেকেই সব মহলে এর পক্ষে-বিপক্ষে আলোচনা শুরু হয়।
এদিকে এই ফেসবুক স্ট্যাটাসটির সত্যতা কতটুকু তা জানতে ওই ইউপি চেয়ারম্যানের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কল রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
তবে এ বিষয়ে ফরিদগঞ্জের রাজনীতিবিদ ও সুশীল সমাজ বলছে, ওই ইউপি চেয়ারম্যান যদি এমন কিছু ফেসবুকে লিখে থাকেন, তাহলে ফরিদগঞ্জকে বিতর্কিত করতে তিনি আলোচনার জন্ম দিতে চাচ্ছেন। এটা ফরিদগঞ্জবাসী কখনোই মেনে নেবে না। ফরিদগঞ্জে এসব সাম্প্রদায়িক অপতৎপরতা সবাই মিলে প্রতিহত করবে।
এদিকে বিষয়টি স্পর্শকাতর এবং সাম্প্রদায়িক উসকানি দাবি করে বিদ্যালয়ের নাম পরিবর্তনের চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি, জেলা প্রশাসক এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছে চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদ। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক অপু কুমার বিশ্বাস, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) রূপঙ্কর চন্দ্র শীল, সদস্য শুভ সাহা, দীপ্ত সাহা, চাঁদপুর সরকারি কলেজ ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কানাই দে, সদস্য সচিব শিমুল দে, সদস্য দিয়া বিশ্বাস, পিয়াস চন্দ্র দাস, শুভ্রত দাস, জয়ন্ত চন্দ্রসহ অন্য নেতারা।
চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শ একটি জেলা। এখানে স্কুলের নাম পরিবর্তনে ধর্মীয় সুড়সুড়ি দেওয়ার সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।