সংক্ষিপ্ত নাম ব্যবহার না করে পূর্ণ নাম ব্যবহারের নির্দেশ দিয়েছিলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। স্কুলগুলোর পূর্ণ নাম ব্যবহার ও বিষয়টি মনিটরিং করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে জানাতে বলা হয়েছিলো শিক্ষা কর্মকর্তাদের। কিন্তু, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার খাসমহল লতিফ ইনস্টিটিউশন পূর্ণ নাম ব্যবহার করছে না। প্রতিষ্ঠানটি সংক্ষিপ্ত নাম কে এম লতিফ ইনস্টিটিউশন ব্যবহার করছে। তবে, বিষয়টি অধিদপ্তরকে জানাননি মঠবাড়িয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অলী আহাদ। তাই এ শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ তুলেছে অধিদপ্তর। তাকে শোকজ করা হয়েছে। একইসঙ্গে পূর্ণাঙ্গ নাম ব্যবহার না করায় প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ও সভাপতিকেও শোকজ করেছে অধিদপ্তর।
গত ২৬ জুন অধিদপ্তর থেকে শোকজ নোটিশটি পাঠানো হলেও সোমবার রাত পর্যন্ত তা হাতে পাননি বলে দৈনিক শিক্ষাডটকমের কাছে দাবি করেছেন মঠবাড়িয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অলী আহাদ।
অধিদপ্তরের সহকারী পরিচালক কাওছার আহমেদ স্বাক্ষরিত শোকজ নোটিশে করা হয়, খাসমহল লতিফ ইনস্টিটিউশনের পূর্ণাঙ্গ নাম ব্যবহার না করে সংক্ষিপ্ত নাম ব্যবহার করা হচ্ছে। বিষয়টি অধিদপ্তরকে বিষয়টি না জানানোর জন্য ও কর্তব্যে অবহেলার করার জন্য কেনো আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জবাব অধিদপ্তরে পাঠাতে বলা হলো।
এ বিষয়ে জানতে চাইলে মঠবাড়িয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অলী আহাদ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এ সংক্রান্ত কোনো চিঠি এখনো পাইনি। কাগজ হাতে না পেয়ে মন্তব্য করা ঠিক হবে না।
এদিকে প্রতিষ্ঠানটির পূর্ণঙ্গ নাম ব্যবহার না করায় প্রধান শিক্ষক ও সভাপতিকেও শোকজ করেছে অধিদপ্তর। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়ন না করায় এমপিও নীতিমালার ১৮.১ (খ) অনুযায়ী কেনো ব্যবস্থা নেয়া হবে না তার জবাব অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।
নীতিমালা ওই ধারায় বলা হয়েছে, সরকারের নির্দেশনা প্রতিপালন না করলে প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত বা বাতিল করা হবে ও কমিটির সভাপতির পদ শূন্য ঘোষণাসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।