স্কুলের সভাপতি-প্রধান শিক্ষকের পাল্টাপাল্টি জিডি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি |

ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জর্জ একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি এবং প্রধান শিক্ষক পরস্পরের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা চলাকালীন রেজুলেশন খাতায় লিখিত পূর্ববর্তী সভার কার্যবিবরণীর একটি পৃষ্ঠা ছেঁড়াকে কেন্দ্র করে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ এনে ওই জিডি করা হয়। উপজেলার সর্ববৃহৎ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি-প্রধান শিক্ষকের এ দ্বন্দ্ব এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যার করা লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ২৮ জুলাই প্রধান শিক্ষকের অফিস কক্ষে ম্যানেজিং কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগের সভার আলোচ্যসূচিতে বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামকে কারিগরি শাখা থেকে বিধিবহির্ভুতভাবে সম্মানী দেয়ার বিষয়ে উপস্থিত সংখ্যাগরিষ্ঠ সদস্য আপত্তিপূর্বক বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ বিষয়ে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যদের ওপর চাপ প্রয়োগ করেন সভাপতি। এক পর্যায়ে সভাপতি কামরুল হাসান ক্ষিপ্ত হয়ে কার্যবিবরণীর একটি পাতা ছিঁড়ে নিয়ে সভা ত্যাগ করেন। এছাড়াও ক্ষমতা গ্রহণের পর থেকেই বিভিন্নভাবে তিনি প্রধান শিক্ষককে অনৈতিক আর্থিক সুবিধা দেয়ার জন্য প্ররোচিত করতে থাকেন। বিদ্যালয়টির স্বার্থে এসব অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় কারিগরি শাখায় দায়িত্বরত শিক্ষক কর্মচারিদের প্রতিষ্ঠান থেকে দেয়া বেতনভাতায় সভাপতি স্বাক্ষর করেননি। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে শিক্ষকদের মাঝে বিভেদ সৃষ্টি করে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত করছেন বলেও সভাপতির বিরুদ্ধে প্রধান শিক্ষকের অভিযোগ।

গত ৫ আগস্ট বিষয়গুলো উল্লেখপূর্বক বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বোয়ালমারী জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা।

এর আগে গত ৩১ জুলাই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুল হাসান থানায় একটি জিডি করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেছেন, গত ২৮ জুলাই বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভা চলাকালীন প্রধান শিক্ষক আব্দুল আজিজ, কো অপ্ট সদস্য মো. জাহিদুল ইসলাম, অভিভাবক সদস্য অশোক দাসের যোগসাজশে, সহযোগিতায় এবং প্রত্যক্ষ ইন্ধনে ম্যানেজিং কমিটির অপর অভিভাবক সদস্য মো. ইকবাল হোসেন রেজুলেশনের পাতা ছিঁড়ে ফেলেন। 

বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামরুল হাসানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি দৈনিক শিক্ষাডটকমকে জানান, আমার বিরুদ্ধে প্রধান শিক্ষকের করা অভিযোগটি ভিত্তিহীন মনগড়া। প্রধান শিক্ষকের প্ররোচনায় রেজুলেশনের পাতা ছিড়েছে কমিটির এক সদস্য। এ বিষয়ে আমি থানায় একটি জিডি করেছি।

এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল আজিজ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, সভাপতি কামরুল হাসান ক্ষিপ্ত হয়ে কার্যবিবরণীর একটি পাতা ছিঁড়ে নিয়ে সভা ত্যাগ করেন। এ ঘটনায় আমি থানায় জিডি করেছি।


পাঠকের মন্তব্য দেখুন
নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0045878887176514