ফরিদপুর-চরভদ্রাসন সড়কে ভাজনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গতিরোধক নির্মাণের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এ দাবিতে ওই সড়কে গাছ ফেলে অবরোধ ও বিক্ষোভ করেছেন তারা। পরে ফরিদপুর সদর উপজেলার এসিল্যান্ড জিয়াউর রহমান গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ভাজনডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফরিদপুর-চরভদ্রাসন সড়ক গাছ ফেলে তা অবরোধ করে রাখেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
তারা জানান, প্রায় প্রতিদিনই এখানে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। গত সোমবার রাস্তা পার হতে যেয়ে পলি বেগম (৪০) একজন শিশুর মা মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যুরবণ করেন। গত এক বছরে এখানে ৬ জনের মৃত্যু ও ১৫-২০ জনের গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। তাই দ্রুত ভাজনডাঙ্গা এলাকায় গাড়ির স্পিড ব্রেকার বা গতিরোধক নির্মাণের দাবি জানাচ্ছি।
স্থানীয় কাউন্সিলর সৈয়দ আলাওল হোসেন তনু জানান, সড়কটি দুর্ঘটনাপ্রবণ হওয়ায় বছর খানেক আগে এখানে গতিরোধক নির্মাণের জন্য সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে লিখিতভাবে আবেদন জানাই। কিন্তু তারা কোনো উদ্যোগ নেননি। জেলা প্রশাসন ও জেলা পরিষদের চেয়ারম্যানকেও আমি মৌখিকভাবে বিষয়টি জানিয়েছি।
ভাজনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আফরোজ বলেন, এই সড়কে দ্রুতগতির যানবাহন চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। রাস্তা পার হয়ে স্কুলে আসার পথে ছোট শিশু শিক্ষাথীরাও দুর্ঘটনার কবলে পড়ছেন। সব সময় শিশুদের নিয়ে আতঙ্কে থাকি। খুব চিন্তা হয়। তাই দ্রুত এখানে গতিরোধক নির্মাণের দাবি জানাচ্ছি।