স্টেট ইউনিভার্সিটির আয়োজনে উদ্যোক্তা সম্মেলন

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের আয়োজনে এক উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দিনব্যাপী এ উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজ এর আয়োজন করে। এ আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এবং ইংরেজি ভাষার শিক্ষকদের সংগঠন টেসোল সোসাইটি অব বাংলাদেশ।

সম্মেলেন প্রধান অতিথি হিসেবে ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মফিজুর রহমান। বিশেষ অভিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর প্রোগ্রামস মি. ডেভিড নক্স। সম্মেলনের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমেরিটাস অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম। অনুষ্ঠান শুরু হয় ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজের অ্যাডভাইসর অধ্যাপক ড. সাইদুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে। সম্মেলনে আরো বক্তব্য দেন টিসল সোসাইটি অব বাংলাদেশের সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মিঞা মো. নওশাদ কবীর।  

ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম ইংরেজি সাহিত্য বিষয়ক পড়াশোনা কিভাবে উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে সাহায্য করতে পারে, সে বিষয়ে আলোচনা করেন। এছাড়াও উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে আর্থিক লাভের ঊর্ধ্বে যে আত্মিক ও মানসিক পরিতৃপ্তি মূল উদ্দীপকের ভূমিকা পালন করে, এ বিষয়টিও উঠে আসে তার আলোচনায়।

উদ্যোক্তাদের জন্য আয়োজিত এ সম্মেলনে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি  রাজিব আহমেদ অনলাইন উদ্যোক্তা হওয়ার বিভিন্ন দিকে আলোকপাত করেন। এছাড়া সম্মেলনের অন্যতম বক্তা বেটারস্টোরিজ লিমিটেডের চিফ স্টোরিটেলার মিনহাজ আনওয়ার উদ্যোক্তা হওয়ার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির গুরুত্ব ও নির্দেশনা বিষয়ে আলোকপাত করেন। ঋতু হেলথ অ্যান্ড ওয়েন বিয়িং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান উম্মে শারমিন কবীর  ইংরেজি বিভাগে পড়ে একজন সামাজিক উদ্দ্যোক্তা হওয়ার পেছনে নিজের আগ্রহ ও উৎসাহের ক্ষেত্রগুলো তুলে ধরেন। 

সম্মেলনের বিভিন্ন সেশনে বক্তব্য প্রদান ও আলোচনায় আরো অংশগ্রহণ করেন খেলবেই বাংলাদেশের স্বত্বাধিকারী কাজী সাবিত্র, মাদলের স্বত্বাধিকারী মাসুমা তু শাম্মী, হ্যান্ডিমামার স্বত্বাধিকারী শাহ পরান, ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টারের (ইডিসি) সভাপতি ও কাকলী'স অ্যাটায়ারের স্বত্বাধিকারী কাকলী তালুকদার, ইডিসির সহ-সভাপতি ও আরিয়াস কালেকশনের স্বত্বাধিকারী নিগার ফাতেমা, আবায়া স্টোরির স্বত্বাধিকারী সিরাজুম মুনিরা, সহজসাধ্যের স্বত্বাধিকারী সৈয়দা ক্যামেলিয়া রহমান, আওয়ার শেরপুরের প্রতিষ্ঠাতা মো. দেলোয়ার হোসেন, ইলিশের বাড়ির স্বত্বাধিকারী আহমেদ উল্লাহ সিয়াম, এটিএম কর্পোরেশন লিমিটেডের স্বত্বাধিকারী মো. বায়েজিদুর রহমান, তেজস্বীর স্বত্বাধিকারী ও প্রতিষ্ঠাতা উম্মে শাহেরা এনিকা, ঢাকা পিডিয়া এবং ইস্টার্ন ইউনিভার্সিটি ই-কমার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মিফতাউল জান্নাতি সিনথিয়া।

সম্মেলনের পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ছিলো বিভিন্ন উদ্যোক্তাদের স্টল। যেখানে উদ্যোক্তারা তাদের আইডিয়া ও পণ্য প্রদর্শন করেন। দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উদ্যোক্তা হতে আগ্রহী শিক্ষার্থীরা এ সম্মেলনে অংশগ্রহণ করেন।


পাঠকের মন্তব্য দেখুন
ভিকারুননিসার সেই ফৌজিয়া এবার ঢাকা বোর্ডের চেয়ারম্যান হওয়ার দৌড়ে - dainik shiksha ভিকারুননিসার সেই ফৌজিয়া এবার ঢাকা বোর্ডের চেয়ারম্যান হওয়ার দৌড়ে ১৮ দিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৮ কোটি টাকা সাশ্রয় করেছি : উপাচার্য - dainik shiksha ১৮ দিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৮ কোটি টাকা সাশ্রয় করেছি : উপাচার্য উপদেষ্টা আসিফ-নাহিদের ছাত্র সংগঠনের সব কার্যক্রম স্থগিত - dainik shiksha উপদেষ্টা আসিফ-নাহিদের ছাত্র সংগঠনের সব কার্যক্রম স্থগিত যারা আপনাদের সেবা করবে তাদের ভোট দেবেন: সারজিস - dainik shiksha যারা আপনাদের সেবা করবে তাদের ভোট দেবেন: সারজিস এখনো প্রস্তুত হয়নি একাদশের, পাঁচ বইয়ের পাণ্ডুলিপি - dainik shiksha এখনো প্রস্তুত হয়নি একাদশের, পাঁচ বইয়ের পাণ্ডুলিপি মাদরাসায় অনুপস্থিত থেকেও ১১ মাসের বেতন তুলেছেন শিক্ষক - dainik shiksha মাদরাসায় অনুপস্থিত থেকেও ১১ মাসের বেতন তুলেছেন শিক্ষক ৬৬ জন ছাত্রকে পাঁচচুলো করলেন শিক্ষক - dainik shiksha ৬৬ জন ছাত্রকে পাঁচচুলো করলেন শিক্ষক প্রশ্নফাঁসের তদন্ত নিয়ে সিআইডি ও পিএসসি মুখোমুখি - dainik shiksha প্রশ্নফাঁসের তদন্ত নিয়ে সিআইডি ও পিএসসি মুখোমুখি কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0053939819335938