বরগুনার পাথরঘাটায় পরীক্ষা চলাকালে প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে মারধর করেছেন ওই বিদ্যালয়ের সভাপতি ও ইউপি সদস্য ফাইজুল কবির। সদর ইউনিয়নের চরলাঠিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। পাথরঘাটা হাসপাতালে আহত শিক্ষকের চিকিৎসা চলছে। সোমবার সকাল ১০টার দিকে তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, ফাইজুল কবিরের মারধরে আমি বুকে প্রচণ্ড ব্যথা পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছি।
অভিযোগ অস্বীকার করে ফাইজুল কবির বলেন, প্রধান শিক্ষকের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয়েছে। কোনো মারধর করা হয়নি। তিনি দাবি করেন, তার স্বাক্ষর জাল করে ওই শিক্ষক বিভিন্ন সময় বিদ্যালয়ের টাকা আত্মসাৎ করেছেন। এ নিয়ে মামলা চলছে।
এ ব্যাপারে প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বলেন, আমরা শিক্ষককে মারধরকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শিক্ষকরা বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিএম শাহআলম বলেন, ফয়জুল কবির আমার সামনেও একবার ওই বয়স্ক প্রধান শিক্ষককে লাঞ্ছিত করেছেন। এছাড়া তার সঙ্গে দুর্ব্যবহারসহ নানাভাবে মানসিক অত্যাচার চালিয়ে আসছেন।