স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের মোবাইল ব্যবহারকারীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে ভারত। দ্রুত এসব ফোনের সিকিউরিটি সিস্টেম ও অপারেটিং সিস্টেম (ওএস) আপডেট করতে বলা হয়েছে। তা না হলে সাইবার হামলা ও হ্যাকিংয়ের শিকার হতে হবে।
স্যামসাং ফোনের নতুন ও পুরোনো সব ভার্সনেই একাধিক সমস্যার তথ্য জানায় ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের (সিইআরটি-ইন) নিরাপত্তা উপদেষ্টা। এর প্রেক্ষিতে গত বুধবার এই সতর্কবার্তা দেওয়া হয়। সিইআরটি–ইন বলছে, স্যামসাং ডিভাইসে একাধিক নিরাপত্তা দুর্বলতা পাওয়া গেছে, যার মাধ্যমে হ্যাকাররা কার্যকরী সুরক্ষা বিধিনিষেধ ভেদ করে সংবেদনশীল তথ্যে প্রবেশ ও সিস্টেমে নির্বিচারে কোড ব্যবহার করতে পারবে। অ্যান্ড্রয়েড সংস্করণ ১১, ১২, ১৩ ও ১৪ রয়েছে এমন ডিভাইসগুলো সংবেদনশীল অবস্থায় রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, বিশেষ নির্দেশনা না মানলে বিপদে পড়তে হবে। আপডেট না করলে আপনার স্যামসাং ফোনের বেশকিছু গোপন তথ্য জেনে যাবেন হ্যাকাররা।
এর মধ্যে রয়েছে,
ফোনের সিক্রেট কোড বা এসআইএম পিন নেওয়া।
ফোনকে নিজেদের মতো চালানো।
ব্যক্তিগত এআর ইমুজি ফাইল চুরি।
ক্যাস্টল গেটের ক্লক বদলে দেওয়া (নক্স গার্ড লক)।
ফোনের সব ফাইল গায়েব করা।
গুরুত্বপূর্ণ তথ্য ও পাসওয়ার্ড জেনে যাওয়া।
পুতুলের মতো মোবাইল নিয়ন্ত্রণ।
সিইআরটি–ইনের গবেষকরা দেখেছেন, ডিভাইসের এই দুর্বলতাগুলো হ্যাকারদের নিরাপত্তা লঙ্ঘনের সুযোগ করে দেয়। স্যামসাংয়ের ঝুঁকিপূর্ণ ডিভাইসগুলোর মধ্যে রয়েছে গ্যালাক্সি এস ২৩ সিরিজ, গ্যালাক্সি জেড ফ্লিপ ৫, গ্যালাক্সি জেড ফোল্ড ৫।
এই ঝুঁকি সমাধানে স্যামসাংয়ের পক্ষ থেকে দ্রুত সাড়া পাওয়া গেছে। যত দ্রুত সম্ভব ব্যবহারকারীদের ফোন আপডেট করে নিতে বলা হয়েছে। স্যামসাং সম্প্রতি একটি নিরাপত্তা পরামর্শ জারি করেছে। সেটিংসে সফটওয়্যার আপডেটে গিয়ে আপডেটগুলো পরীক্ষা করতে পারেন। যদি আপডেটটি আপনার ফোনে দেখায় তবে আপনি এটি অনুসরণ করতে পারেন। অপারেটিং সিস্টেম ও ফার্মওয়্যার অবিলম্বে আপডেট না করলে স্যামসাংয়ের মডেলগুলো ঝুঁকিপূর্ণ থেকে যাবে।