দৈনিক শিক্ষাডটকম, টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহত হয়েছে।
রোববার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুর এলকায় শেখ হাসিনা সেতুর ওপর এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার শুনশি গ্রামের অমর সেতাব আলীর ছেলে শাকিল আহমেদ (১৯) ও কলমাইদ গ্রামের আদম আলীর ছেলে মাসুম মিয়া (১৯)। নিহতরা পাকুটিয়া কলেজের একাদশ শ্রেণির প্রথমবর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান, গোখাদ্য ভর্তি একটি ট্রাক ঢাকা থেকে নাগরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি কেদারপুর এলকায় শেখ হাসিনা সেতুর ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। কুয়াশার কারণে সেতুর এপার থেকে ওপার দেখা যাচ্ছিল না। এতে মোটরসাইকেলের চালক ও ট্রাক চালক একে অপরকে দেখতে না পারায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুইজন আরোহীর মৃত্যু হয়েছে।
নাগরপুর থানার উপপরিদর্শক (এস আই) মোতাসির বিল্লাহ বলেন, ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।