চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা সেইফলাইনে পিকআপভ্যানের ধাক্কায় চার এইচএসসি পরীক্ষার্থীসহ ছয়জন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় আহতরা হলেন মিরসরাই কলেজের এইচএসসি পরীক্ষার্থী পূজা দে (১৮), রিয়া (২০) ও পথচারী মো. বেলাল (৫৫)। এদের মধ্যে পূজা এবং রিয়া প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে এবং বেলাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
আহত পরীক্ষার্থী পূজা দে বলেন, সোমবার আমাদের ইংরেজি পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বাড়িতে আসার পথে নয়দুয়ারিয়া এলাকায় আমাদের বহনকারী সেইফলাইনকে পেছন দিক থেকে ধাক্কা দেয় একটি পিকআপ। এতে আমরা বেশ কয়েকজন আহত হই।
মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. রাহাত বলেন, মঙ্গলবার দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত তিনজন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাদাত বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে নয়দুয়ারিয়া এলাকা থেকে দুর্ঘটনাকবলিত সেইফলাইন এবং পিকআপ দুটি জব্দ থানায় নিয়ে আসা হয়েছে। গাড়ি দুটির চালক পলাতক রয়েছেন।