রাজশাহীর দুর্গাপুরে ওভারটেক করতে গিয়ে ট্রাকচাপায় শান্ত নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল (৫ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেলে উপজেলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত রাজশাহীর বাগমারা উপজেলার বাসুবোয়ালিয়া গ্রামের জেকের আলীর ছেলে। তিনি রাজশাহী কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী।এ ঘটনায় দুর্গাপুর থানায় একটি মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে দুর্গাপুর উপজেলা মোড় সংলগ্ন সড়কে মোটরসাইকেল আরোহী শান্তর সামনে দিয়ে একটি ট্রাক যাচ্ছিল। পেছন থেকে ট্রাকটিকে অতিক্রম করার চেষ্টা করেন শান্ত। কিন্তু সড়কের ধারে বালুর স্তূপ থাকায় তাঁর মোটরসাইকেল পিছলে গিয়ে ট্রাকের চাকার নিচে পড়ে যায়।
এ সময় ঘটনাস্থলে তার পুরো শরীর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যায়। এ সময় পথচারীরা শান্তকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেন। দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে সন্ধ্যা ৭টার দিকে আসেন তাঁর স্বজনরা। পরে সেখান থেকে শান্তকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। এ বিষয়ে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন হাসান জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় দুর্গাপুর থানায় একটি মামলা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালাতক রয়েছেন। তবে খুব শিগগির পলাতক আসমিকে আইনের আওতায় আনা হবে।