নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম (১৯) একজন শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার বিজয়পুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমহনী এলাকার আবু মুসার ছেলে রবিউল ইসলাম ও নাটোরের লালপুর উপজেলার হাজিরহাট ভবানীপুর এলাকার লিটন মিয়ার ছেলে আরিয়ান খান রকি।
নিহত রবিউল দুপচাঁচিয়া বি এল উচ্চ বিদ্যালয় থেকে এবারে এসএসসি পাস করেছে এবং নিহত আরিয়ান খান রকি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন।
নিহতের স্বজনরা জানান, প্রতিবেশীর বাড়ির জামাই আরিয়ান খান রকির সঙ্গে রাজশাহী থেকে ফিরছিলেন রবিউল। বিজয়পুর মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা চার্জারভ্যানের পেছনের দিকে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে ওই তারা আহত হন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে তারা দুইজনই মারা যায়।
মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল মালেক দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আহত আরিয়ান খান রকি হাসপাতালে নেয়ার আগে এবং রবিউল ইসলাম জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।