জেলার লোহাগড়া উপজেলার রামকান্তপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শিল্পী খানম (৫০) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ সময় শিক্ষিকার স্বামী মোটরসাইকেলচালক কাজী মহিউদ্দিনসহ ৫ জন আহত হন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিল্পী খানম উপজেলার তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। তার স্বামী কাজী মহিউদ্দিন লাহুড়িয়া গ্রামের বাসিন্দা এবং লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমীর প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত শিক্ষিকার স্বামী কাজী মহিউদ্দিন প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে স্ত্রী শিল্পী খানমকে তেঁতুলবাড়িয়া প্রাইমারি স্কুলে পৌঁছে দিতে মোটরসাইকেল যোগে রওয়ানা হন। পথিমধ্যে রামকান্তপুর এলাকায় পৌঁছালে পিচ্ছিল রাস্তায় মোটরসাইকেল থেকে শিক্ষিকা শিল্পী পড়ে যান। এ সময় চলন্ত ইজিবাইক শিক্ষিকার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
এ সময় ইজিবাইকে থাকা ৪ মাদরাসা শিক্ষার্থীসহ ৫ জন আহত হন। আহত শিল্পী খানমকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়ের হয়েছে।