হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বৈষম্যবিরোধী ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে বৃহস্পতিবার প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিচার প্রক্রিয়া স্থগিতের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দানকারী হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সায়েমের নিয়োগ বাতিলের দাবি জানান। তারা বলেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও নোবেল বিজয়ী ব্যক্তিত্ব। তাই এই নোবেল জয়ীর বিচার প্রক্রিয়া স্থগিতের দাবির প্রতিবাদ জানিয়ে বিবৃতি দানকারী আওয়ামী লীগ সমর্থক সিকৃবির এপিডেমিওলজি ও পাবলিক হেলথ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদের হকৃবির ভিসি হিসাবে নিয়োগ বাতিল করা হোক। এছাড়া অধ্যাপক সায়েম জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন বলেও দাবি করেন বক্তারা।