টাঙ্গাইলের কালিহাতীর নারান্দিয়া ইউনিয়নের পালিমা গ্রামের আবুল হোসেনকে জোর করে বিষপান করিয়ে হত্যা মামলার প্রধান আসামি বাবা-ছেলেসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন টাঙ্গাইল র্যাব-১৪ সিপিসি ৩ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।
গ্রেফতারকৃত আসামিরা হলো, কালিহাতী উপজেলার সীমাকাছড়া পালিমা গ্রামের মৃত নয়ন উদ্দিনের ছেলে হত্যা মামলার প্রধান আসামি বাবা মকবুল হোসেন (৫০), মকবুল হোসেনের ছেলে শরিফ (৩০) এবং একই এলাকার মৃত জবেদ আলীর ছেলে মনির (৪৫)।
কোম্পানী অধিনায়ক জানায়, গত ২৭ এপ্রিল কালিহাতী উপজেলার সীমাকাছড়া পালিমা গ্রামে ইকবাল হোসেনের পানি সেচের মর্টার ঘরের পাশে নিহত আবুল হোসেনকে হাত-পা বেঁধে জোরপূর্বক মুখে বিষ ঢেলে দেয়া হয়। পরবর্তীতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. মনোয়ারা বেগম বাদি হয়ে কালিহাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় ২ মে গভীর রাতে গাজীপুরের বোর্ড বাজার এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামীসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, নিহত আবুল হোসেন ও এ মামলার প্রধান আসামী তারা আপন চাচাতো ভাই। পারিবারিক কলহের কারণে আবুল হোসেনকে হত্যা করা হয় বলে গ্রেফতারকৃতরা প্রাথমিকভাবে স্বীকার করেছে। আসামিদের কালিহাতী থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।