হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফিল্ড ট্রিপ

দৈনিক শিক্ষাডটকম, হকৃবি |
দৈনিক শিক্ষাডটকম, হকৃবি : হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) কৃষি অনুষদ, মাৎস্যবিজ্ঞান অনুষদ, প্রাণিসম্পদ বিজ্ঞান ও প্রাণিচিকিৎসা অনুষদের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের ফিল্ড ট্রিপ সম্পন্ন হয়েছে। প্রতিটি অনুষদের বেশ কিছু কোর্সের সমন্বয়ে পৃথক ফিল্ড ট্রিপগুলো ।
 
গত ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম ও কক্সবাজারে অনুষ্ঠিত হয়। কৃষি অনুষদের শিক্ষার্থীরা কক্সবাজার সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষি সম্প্রসারণ, পরিবেশ সংরক্ষণ ও দূর্যোগ ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণে অংশ নেন। এরপর সংশ্লিষ্ট মাঠ পরিদর্শন করেন তারা। এছাড়া সোনাইছড়িতে পাহাড়ি কৃষি পরিদর্শন করেন এই অনুষদের শিক্ষার্থীরা। প্রাণিসম্পদ বিজ্ঞান ও প্রাণি চিকিৎসা অনুষদের শিক্ষার্থীরা চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের গবেষণাগার, চট্টগ্রাম চিড়িয়াখানা ও ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সামুদ্রিক গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রমের উপর দুটি পৃথক সেমিনারে অংশ নিয়েছেন। এছাড়া তারা কক্সবাজারে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে মৎস্য অবতরণ কেন্দ্র পর্যবেক্ষণ ও রেডিয়্যান্ট ফিশ ওয়ার্ল্ড পরিদর্শন করেছেন।

 

 

কৃষি অনুষদের শিক্ষার্থীদের ফিল্ড ট্রিপে দায়িত্ব পালন করেছেন ক্রপ বোটানি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আবুবকর সিদ্দীক, উদ্যানতত্ত্ব বিভাগের প্রভাষক ড. জাকারিয়া চৌধুরী অনিক, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. হাবিবুল্লাহ সিদ্দীকি, উদ্যানতত্ত্ব বিভাগের প্রভাষক মোহসীনা মোস্তারী লিজা। প্রাণিসম্পদ বিজ্ঞান ও প্রাণিচিকিৎসা অনুষদের ফিল্ড ট্রিপে দায়িত্ব পালন করেছেন ফিজিওলজি, ফার্মাকোলজি ও টক্সিকোলজি বিভাগের প্রভাষক ডা. রহিমা আক্তার দীপা, প্রাণিপুষ্টি বিভাগের প্রভাষক ডা. জাকিয়া সুলতানা কলি, প্রাণিসম্পদ বিজ্ঞান বিভাগের প্রভাষক ডা. শিরিনা আক্তার তমা, এনাটমি ও হিস্টোলজি বিভাগের প্রভাষক ডা. সালাউদ্দীন ইউছুপ। মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিল্ড ট্রিপে দায়িত্ব পালন করেছেন সমুদ্রবিজ্ঞান ও সুনীল অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অরুণ চন্দ্র বর্মন, মাৎস্যচাষ বিভাগের প্রভাষক ফারজানা খানম চাঁদনী, জলজ সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের প্রভাষক ইফতেখার আহমেদ ফাগুন। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা প্রথম বর্ষেই তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি কোর্স কারিকুলামে অন্তর্ভুক্ত ফিল্ড ট্রিপ আয়োজনের উদ্যোগ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 
 

 


পাঠকের মন্তব্য দেখুন
যারা আপনাদের সেবা করবে তাদের ভোট দেবেন: সারজিস - dainik shiksha যারা আপনাদের সেবা করবে তাদের ভোট দেবেন: সারজিস মাদরাসায় অনুপস্থিত থেকেও ১১ মাসের বেতন তুলেছেন শিক্ষক - dainik shiksha মাদরাসায় অনুপস্থিত থেকেও ১১ মাসের বেতন তুলেছেন শিক্ষক এখনো প্রস্তুত হয়নি একাদশের, পাঁচ বইয়ের পাণ্ডুলিপি - dainik shiksha এখনো প্রস্তুত হয়নি একাদশের, পাঁচ বইয়ের পাণ্ডুলিপি কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে সেই অভিযুক্ত রেবেকাই এবার মাউশি ঢাকার ডিডি! - dainik shiksha সেই অভিযুক্ত রেবেকাই এবার মাউশি ঢাকার ডিডি! ৬৬ জন ছাত্রকে পাঁচচুলো করলেন শিক্ষক - dainik shiksha ৬৬ জন ছাত্রকে পাঁচচুলো করলেন শিক্ষক শিক্ষার মানোন্নয়নে সরকারের নতুন পদক্ষেপ - dainik shiksha শিক্ষার মানোন্নয়নে সরকারের নতুন পদক্ষেপ প্রশ্নফাঁসের তদন্ত নিয়ে সিআইডি ও পিএসসি মুখোমুখি - dainik shiksha প্রশ্নফাঁসের তদন্ত নিয়ে সিআইডি ও পিএসসি মুখোমুখি দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0048589706420898