ফেসবুকে পরিচয়ের এক সপ্তাহের মধ্যেই হবু ছাত্রী বিলকিস ওরফে তানিয়ার (৩০) বাসা হাজির হয়ে যান সরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তির কথা বলে শিক্ষককে ডেকে রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় ডেকে নেওয়া হয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষককে আটকে রেখে নগ্ন করে মোবাইল ফোনে আপত্তিকর ভিডিও ধারণ করে এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তানিয়া। এছাড়া তার হাত-পা বেঁধে মারধর করে ও মুক্তিপণ চায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। ধরা পরে পুলিশের কাছে।
বিষয়টি নিশ্চিত করে এটিইউ’র পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ ছানোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, তারা শিক্ষকের কাছে থাকা ৩ হাজার টাকাসহ বিকাশের ২০ হাজার টাকাও নিয়ে নেয় এবং আরও দুই লাখ টাকা দাবি করে। ওই শিক্ষক পরে তার বোন জামাইকে নিজের টাকা প্রয়োজন আছে উল্লেখ করে টাকা দিতে বলেন জিম্মিকারীদের বিকাশ নম্বরে। বোন জামাই দুই দফায় ৪৫ হাজার টাকা পাঠান। কিন্তু ওই শিক্ষকের মোবাইল ফোন বন্ধ ও বাড়ি না ফিরে আসার কারণে তার সন্দেহ হয়। পরে পুলিশকে বিষয়টি অবহিত করেন।
এই কর্মকর্তা আরও জানান, পুলিশ গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও নজরদারির ভিত্তিতে খিলগাঁও থানা পুলিশের সহায়তায় খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী কাজীবাড়ী টিএন্ডটি টাওয়ার এলাকার একটি ফ্ল্যাট থেকে ওই শিক্ষককে উদ্ধার করে। ওই চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এদিকে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন মোল্লা বলেন, এই চক্রের ৫ জনকেই দুদিন করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড পেয়েছেন তারা। এ চক্রটি দীর্ঘদিন ধরে এ কাজ করে আসছিল। তাদের বিরুদ্ধে এর আগে গুলশান থানায় একটি মামলা রয়েছে বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এরকম ৪ থেকে ৫টি কাজ করেছে বলে জানায়। তাদের বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে।