হরতালের প্রতিবাদে ইবিতে ছাত্রলীগের বিক্ষোভ-প্রতিবাদ মিছিল

ইবি প্রতিনিধি |

বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

রোববার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় দলীয় টেন্টের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাস সংলগ্ন শেখ পাড়া বাজার ঘিরে পুনরায় দলীয় টেন্টে গিয়ে শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।  

এসময় সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে সহ-সভাপতি কামরুল হাসান অনিক, নাইমুর রহমান জয়, মৃদুল হাসান রাব্বি, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, হোসাইন মজুমদার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখসহ শাখা ছাত্রলীগের বিভিন্ন অনুষদ ও হল ইউনিটের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  

সমাবেশে সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, শনিবার রাজধানীতে বিএনপি-জামায়াত সমাবেশের নামে যে নৈরাজ্য করেছে, যেভাবে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানকে পিটিয়ে হত্যা করেছে তার মাধ্যমে তারা তাদের যে খুনের রাজনীতি সেটা প্রমাণ করে দিয়েছে। বিএনপি যে সন্ত্রাসীর দল, মানুষ মারার দল শনিবার সেটা দেশের জনগণের কাছে পরিষ্কার হয়েছে। তারা শনিবার সারাদিনের নৈরাজ্যের পর রোববার সারাদেশে হরতাল ডেকেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদেশের জনগণ তাদের এই অবৈধ হরতালকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। গাড়ি চলছে, দোকানপাট খোলা আছে, জনজীবন শান্ত রয়েছে। ওই অপশক্তিরা যদি বিশ্ববিদ্যালয়ে সামান্য পরিমাণ অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করে, ক্যাম্পাসের আশপাশেও যদি তাদের দেখা যায় তাহলে ইবি ছাত্রলীগের নেতাকর্মীরা এবং সাধারণ শিক্ষার্থীরা তাদের দাঁতভাঙা নয় পিঠভাঙা জবাব দেবে।

সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, শনিবার রাজধানীতে বিএনপি-জামায়াত চক্র তাদের শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি নিয়ে অরাজকতা সৃষ্টি করেছে। তারা অসংখ্য গাড়িতে আগুন দিয়েছে, একজন পুলিশ সদস্যকে হত্যা করে তারা পৈশাচিক আনন্দ উপভোগ করেছে। তারা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বিপরীতে রক্তের হলিখেলা খেলছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে। আমরা মনে করি, জামায়াত-বিএনপি স্বাধীনতায় বিশ্বাস করে না। সামনে জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য দেশীয় এবং আন্তর্জাতিক চক্র তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের ওই অবৈধ হরতালকে লালকার্ড দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে অংশ নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম সবসময় সচল থাকবে। ইবি শাখা ছাত্রলীগ শিক্ষার্থীদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা সুষ্ঠু পরিবেশে যদি সামান্য বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হয়, কেউ মৌলবাদ ও জঙ্গিবাদের চেষ্টা করলে ইবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাদের এমন ধোলাই দেবেন যেন ভবিষ্যতে আর ক্যাম্পাসের আশেপাশে আসার সাহস না পায়।

 


পাঠকের মন্তব্য দেখুন
ভিকারুননিসার সেই ফৌজিয়া এবার ঢাকা বোর্ডের চেয়ারম্যান হওয়ার দৌড়ে - dainik shiksha ভিকারুননিসার সেই ফৌজিয়া এবার ঢাকা বোর্ডের চেয়ারম্যান হওয়ার দৌড়ে ১৮ দিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৮ কোটি টাকা সাশ্রয় করেছি : উপাচার্য - dainik shiksha ১৮ দিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৮ কোটি টাকা সাশ্রয় করেছি : উপাচার্য উপদেষ্টা আসিফ-নাহিদের ছাত্র সংগঠনের সব কার্যক্রম স্থগিত - dainik shiksha উপদেষ্টা আসিফ-নাহিদের ছাত্র সংগঠনের সব কার্যক্রম স্থগিত যারা আপনাদের সেবা করবে তাদের ভোট দেবেন: সারজিস - dainik shiksha যারা আপনাদের সেবা করবে তাদের ভোট দেবেন: সারজিস এখনো প্রস্তুত হয়নি একাদশের, পাঁচ বইয়ের পাণ্ডুলিপি - dainik shiksha এখনো প্রস্তুত হয়নি একাদশের, পাঁচ বইয়ের পাণ্ডুলিপি মাদরাসায় অনুপস্থিত থেকেও ১১ মাসের বেতন তুলেছেন শিক্ষক - dainik shiksha মাদরাসায় অনুপস্থিত থেকেও ১১ মাসের বেতন তুলেছেন শিক্ষক ৬৬ জন ছাত্রকে পাঁচচুলো করলেন শিক্ষক - dainik shiksha ৬৬ জন ছাত্রকে পাঁচচুলো করলেন শিক্ষক প্রশ্নফাঁসের তদন্ত নিয়ে সিআইডি ও পিএসসি মুখোমুখি - dainik shiksha প্রশ্নফাঁসের তদন্ত নিয়ে সিআইডি ও পিএসসি মুখোমুখি কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0054428577423096