তীব্র গরমের কারণে আজ বৃহস্পতিবার সব হাইস্কুলের ক্লাস বন্ধ ঘোষণা করায় এদিনের পরীক্ষাগুলো স্থগিত থাকবে বলে জানিয়েছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। এ পরীক্ষা পরে নিতে হবে স্কুলগুলোকে। গতকাল বুধবার সন্ধ্যায় দৈনিক শিক্ষাডটকমের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
এর আগে বুধবার জারি করা এক আদেশে আগামীকাল বৃহস্পতিবার হাইস্কুলের ক্লাস বন্ধ থাকবে বলে ঘোষণা দেয়া হয়েছিলো। তখন অধিদপ্তরের কর্মকর্তারা বলেছিলেন, বৃহস্পতিবারের পরীক্ষা পরে আয়োজিত হবে। বিষয়টি নিয়ে দৈনিক শিক্ষাডটকমে প্রতিবেদন প্রকাশ করা হয়েছিলো।
তবে, ঢাকাসহ সারাদেশ থেকে বেশ কয়েকজন প্রধান শিক্ষক দৈনিক শিক্ষাডটকমকে জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আদেশে পরীক্ষার বিষয়ে কিছু উল্লেখ না থাকায় তারা লিখিত আদেশ জারি করতে চাচ্ছেন না।
এ বিষয়ে জানতে চাইলে মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ক্লাস বন্ধ থাকা মানে, পরীক্ষাও স্থগিত থাকবে। ওই পরীক্ষা পরে আয়োজন করতে হবে স্কুলগুলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।