সাহিত্যিক ও সাংবাদিক হাসান হাফিজুর রহমানের জন্মদিন আজ । তিনি ১৯৩২ খ্রিষ্টাব্দের এই দিনে জামালপুর শহরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫১ খ্রিষ্টাব্দে বিএ এবং ১৯৫৫ খ্রিষ্টাব্দে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। ১৯৫২ খ্রিষ্টাব্দে ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন।
সেবছরই তার বিখ্যাত কবিতা ‘অমর একুশে’ রচিত হয়। ১৯৫৩ খ্রিষ্টাব্দে তার সম্পাদনায় প্রকাশিত হয় ভাষা আন্দোলনের ওপর প্রথম সংকলন গ্রন্থ ‘একুশে ফেব্রুয়ারি’।
ব্যক্তিগত জীবনে ছিলেন একজন কমিউনিস্ট; কিন্তু বাঙালি জাতীয়তাবাদ ও বাঙালি সংস্কৃতির প্রতি তার আজীবন অনুরাগ ছিলো। ১৯৭১ খ্রিষ্টাব্দে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন তিনি। তার পেশাগত জীবন খুবই বৈচিত্র্যময়।
১৯৫২ খ্রিষ্টাব্দে সাপ্তাহিক বেগম পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে সওগাত, ইত্তেহাদ, পাকিস্তান এবং স্বাধীনতার পর দৈনিক বাংলা পত্রিকায় কাজ করেন। ১৯৭২ খ্রিষ্টাব্দে তিনি দৈনিক বাংলার সম্পাদকমণ্ডলীর সভাপতি নির্বাচিত হন। ১৯৫৭ থেকে ১৯৬৪ পর্যন্ত দুইবার জগন্নাথ কলেজে অধ্যাপনাও করেন তিনি। হাসান হাফিজুর বাংলা একাডেমি পুরস্কারসহ অনেক পুরস্কার লাভ করেছেন। ১৯৮৩ খ্রিষ্টাব্দের ১ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।