প্রকৌশলী হিমু হত্যার প্রতিবাদে জানিয়েছেন টেক্সটাইল প্রকৌশলী ও শিক্ষার্থীরা। এর হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন তারা। দি ইনিস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিস্ট (আইটিইটি), ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশন এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এসব কর্মসূচির আয়োজন করেন।
হিমু হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধনে উপস্থিত ছিলেন আইটিইটি সভাপতি প্রকৌশলী সফিকুর রহমান (সিআইপি), বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শাহ আলিমুজ্জামান বেলাল, আইইবি (টিইডি) চেয়ারম্যান প্রকৌশলী আসাদ হোসেন, বিবিটিএ সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মাসুদুর রহমানসহ বস্ত্র প্রকৌশলীদের বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রকৌশলী ও বুটেক্স শিক্ষার্থীরা।
জানা গেছে, রেঁনেসে অ্যাপারেলেসের ডাইং এক্সিকিউটিভ প্রকৌশলী আসিফ করিম হিমু গাজীপুরের হোতাপাডায় ভাড়া থাকতেন। স্থানীয় ইন্টারনেট প্রোভাইডারের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে গত ২৬ জুন বিকেলে অফিসে যাওয়ার সময় কয়েকজন স্থানীয় সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা করে। সন্ত্রাসীরা তাকে বাঁশ ও রড দিয়ে অমানবিকভাবে পেটানোর সময় পেছন থেকে আঘাতে মাথার খুলি ভেঙে ব্রেন হেমারেজ হয়। পরে তাকে রাতে ঢাকা মেডিকেলে নেয়া হয়। মাথায় অপারেশন শেষে অবস্থার উন্নতি না হওয়ায় গ্রিন মেডিকেলের আইসিইউতে রাখা হয়। প্রায় পাঁচ দিন চিকিৎসা চললেও ব্রেনে ব্লাড লিকেজ বন্ধ করা যায় নি। এরপর কর্তব্যরত চিকিৎসক ৩০ জুন তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২৭ জুন গাজীপুর জয়দেবপুর থানায় যথোপযুক্ত প্রমাণসহ চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। এখন পর্যন্ত অভিযুক্ত একজনকে গ্রেফতার করতে পারলেও বাকিদেরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।