দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: ভারতের গুজরাট বিশ্ববিদ্যালয়ে হোস্টেলে নমাজ পড়ায় বিদেশি মুসলিম ছাত্রদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত ৫ ছাত্র আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
ভুক্তভোগী শিক্ষার্থীদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ে কোনো মসজিদ না থাকায় শিক্ষার্থীরা তারাবির নামাজ পড়তে হোস্টেলে জড়ো হয়েছিলেন। এ সময় লাঠি ও ছুরি নিয়ে হোস্টেলে ঢুকে পড়ে দুর্বৃত্তরা। হোস্টেলের ভেতরে তাদের নামাজ পড়তে অনুমতি কে দিয়েছে তা জানতে চেয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় তারা। তাদের হামলা ৫ শিক্ষার্থী আহত হন।
আফগানিস্তানের নাগরিক এক শিক্ষার্থী বলেন, সন্ত্রাসীরা স্লোগান দিয়ে জানতে চায়, হোস্টেলে নমাজ পড়ার অনুমতি কে দিয়েছে? এ সময় রুমের ভেতরে হামলা চালিয়ে আমাদের ল্যাপটপ, ফোন ও বাইক ভাঙচুর করে তারা। হামলার আধঘণ্টা পরে পুলিশ আসে ঘটনাস্থলে। ততক্ষণে দুর্বৃত্তরা হামলা চালিয়ে পালিয়ে যায়।
আহত পাঁচ শিক্ষার্থীর মধ্যে একজন আফগানিস্তান, শ্রীলঙ্কা ও তুর্কমেনিস্তানের এবং দুজন আফ্রিকার দেশের নাগরিক। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার এ ঘটনা সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে জানানো হয়েছে।
এদিকে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ক্ষতিগ্রস্ত বাইক, ভাঙা ল্যাপটপ ও বিধ্বস্ত কক্ষ দেখা গেছে। এতে আরও দেখা যায়, সন্ত্রাসীরা হোস্টেলে ঢিল ছুঁড়ছে এবং মুসলিম শিক্ষার্থীদের গালিগালাজ করছে।
অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান ও হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। এ ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হস্তক্ষেপ করবেন কি না।