১ যুগ ধরে কলেজে প্রবেশ করতে না পারার অভিযোগ উপাধ্যক্ষের

নিজস্ব প্রতিবেদক |

হাইকোর্টের নির্দেশনার পরও ষড়যন্ত্রের শিকার হয়ে ১২ বছর ধরে কলেজে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন একজন উপাধ্যক্ষ। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন মিলনাতনে সংবাদ সম্মেলনে কুমিল্লার মুরাদনগরের হায়দরাবাদ বেগম জাহানারা হক ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোতাহের হোসেন ভুইয়া এমন অভিযোগ করেন। 

সংবাদ সম্মেলনে কলেজে প্রবেশ করতে না পারার অভিযোগ জানাচ্ছেন উপাধ্যক্ষ। ছবি : সংগৃহীত

তার দাবি, উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেও কলেজের প্রতিষ্ঠাতা সামছুল হক, অধ্যক্ষ আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা বিভাগ) আবদুল মোমেন সরকার ও ব্যবস্থাপক ফারুক সরকারের ষড়যন্ত্রের কারণে তিনি কলেজে যেতে পারছেন না। শিক্ষা মন্ত্রণালয়, বোর্ড, স্থানীয় জেলা প্রশাসক, শিক্ষা অফিসার একাধিক নির্দেশনা দিলেও তা গ্রহণ করছে না কর্তৃপক্ষ। এমনকি তাদের কারণে বেতন-ভাতাও বন্ধ থাকায় স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। সংবাদ সম্মেলনে মোতাহের হোসেন বলেন, ১৯৯৫ খ্রিষ্টাব্দের ১৩ এপ্রিল পরিসংখ্যান বিভাগের প্রভাষক হিসেবে ওই কলেজে যোগদান করেন। ২০০৩ সালে সহকারী অধ্যাপক পদে প্রমোটেড হন।

২০০৯ সালে অধ্যক্ষ আসাদুজ্জামান অন্য কলেজে চলে যাওয়ার সুবাদে তৎকালীন কলেজ গবর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তাকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করে। এর মধ্যে গবনির্ং বডির সভায় প্রথমে উপাধ্যক্ষ নিয়োগের সিদ্ধান্ত হলে ২০০৯ খ্রিষ্টাব্দের ১ জুন উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। তিনি জানান, এর মধ্যে এমপিওভুক্তির জটিলতা দেখা দিলে হাইকোর্টে রিট মামলা করেন। ২০১৪ খ্রিষ্টাব্দের ১৬ জুন হাইকোর্ট তার পক্ষে রায় দিয়ে ৩০ দিনের মধ্যে এমপিও ভুক্ত করার নির্দেশ দেন। পরে ২০১৬ খ্রিষ্টাব্দের মার্চে উপাধ্যক্ষ পদে তার এমপিও হয়ে যায়। কিন্তু কলেজ কর্তৃপক্ষের ষড়যন্ত্রের কারণে তিনি কলেজে যোগদান করতে পারছেন না। কলেজে প্রবেশ করলে তাকে হত্যা করা হবে বলেও ভয়-ভীতি দেখানো হয়েছে। এই ঘটনায় নিরাপত্তা চেয়ে একাধিক জিডি করা হয়েছে। এই অবস্থায় চাকরি ফিরে পাওয়া ও বকেয়া বেতন-ভাতা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন উপাধ্যক্ষ মোতাহের হোসেন ভুইয়া। সংবাদ সম্মেলনে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান বলেন, কলেজে নিয়মিত না হওয়ায় মোতাহের হোসেন ভুইয়াকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী বরখাস্ত করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় অবগত রয়েছে। আর বরখাস্তকৃত শিক্ষকের বেতন-ভাতা নিয়মতান্ত্রিকভাবেই বন্ধ থাকবে। কলেজ কর্তৃপক্ষ সকল আইন মেনে তাকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0034360885620117