জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন ও নিরাপদ চলাচল নিশ্চিতের লক্ষ্যে ১০ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রলীগ। সোমবার (৬ ফেব্রুয়ারি) উপাচার্যের কার্যালয়ে শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে ছাত্রলীগের একটি প্রতিনিধি দল উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দেন।
এ সময় ছাত্রলীগ নেতারা দ্রুততম সময়ের মধ্যে উল্লেখিত দারিগুলো বাস্তবায়নের দাবি জানান। হাবিবুর রহমান লিটন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তারা স্বাচ্ছন্দ্যে চলাচল করুক। নতুন কলার সামনের রাস্তা বন্ধ করা হয়েছে। জনসাধারণ ও শিক্ষার্থীদের চলাচলের সুব্যবস্থার কথা চিন্তা করে প্রশাসনের এই রাস্তা খুলে দেওয়া উচিত। পাশাপাশি স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলো অতিদ্রুত বাস্তবায়নের দাবি জানাই।’
শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, ‘ব্যক্তি স্বার্থকে ঊর্ধ্বে রেখে সব শিক্ষার্থীর কথা বিবেচনা করে আমরা উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দিয়েছি। প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ভবন সংলগ্ন রাস্তাটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে আছে। আমরা আশা রাখবো আগামি সাত দিনের মধ্যে আমাদের দাবিগুলোর যেন যথাযথ বাস্তবায়ন হয়। শিক্ষার্থীদের সমস্যা সমাধানে আমরা কাজ করে যাবো।’
এ সময় উপাচার্য অধ্যাপক নূরুল আলম দ্রুততম সময়ের মধ্যে দাবিগুলো পূরণের কাজ হাতে নেবেন বলে আশ্বাস দেন।