ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন অনিয়ম ও ডাকসু নির্বাচনসহ ১০ দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। গত ৮ ফেব্রুয়ারি থেকে ক্যাম্পাস জুড়ে মাসব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি।
গণস্বাক্ষর কর্মসূচি শেষে আগামী ৯ মার্চ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে জানিয়েছে ঢাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
১০ দফা দাবিগুলো হলো, নতুন হল নির্মাণ করে ১ম বর্ষ থেকেই প্রশাসনিক তত্ত্বাবধানে সিট বণ্টন নিশ্চিত করা, অবিলম্বে ডাকসু নির্বাচন দেওয়া, বিভাগ উন্নয়ন ফি, হল স্থাপনা ফিসহ নামে-বেনামে ফি আদায় বন্ধ করা, সান্ধ্যকালীন কোর্সসহ সব বাণিজ্যিক কোর্স বন্ধ করা, প্রশাসনিক তত্ত্বাবধানে ডাইনিং চালু করা, ফ্যাকাল্টিগুলোয় ক্লাসরুম সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া, মেডিক্যাল সেন্টারকে আধুনিকীকরণ করা, বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা কমিয়ে উচ্চ শিক্ষা সংকোচনের সিদ্ধান্ত বাতিল করা, কেন্দ্রীয় লাইব্রেরি ২৪ ঘণ্টা খোলা রাখা, স্বাস্থ্যবিমার নামে হয়রানি বন্ধ করা, যৌন নিপীড়ন-বিরোধী সেল কার্যকর করা।