ভারতীয় প্রজাতির ১০ লাখ কাক হত্যার সিদ্ধান্ত নিয়েছে কেনিয়া সরকার। চলতি বছরের মধ্য়ে এ হত্যাযজ্ঞ চালানো হবে। দেশটির পরিবেশবিদদের একাংশের অভিযোগ, কাকের অত্যাচারে উপকূলবর্তী অঞ্চলে বিলুপ্তপ্রায় অন্যান্য পাখি। পাশাপাশি পরিবেশ নোংরার জন্য কাক দায়ী। এ জন্য বিশেষ এক ধরনের বিষ প্রয়োগ করে কাক হত্য়া করতে যাচ্ছে দেশটি। এতে অন্য কোনো পাখির ক্ষতি হবে না বলে তাঁদের দাবি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া