১১ বছরের কারাদণ্ড এড়াতে ৩০ বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হলেন গফরগাঁও উপজেলার পাগলা থানার কুখ্যাত ডাকাত মো. আজিজুল। তিনি শাহজাহান ছদ্মনাম ব্যবহার করে চট্টগ্রামে আত্মগোপনে ছিলেন। বুধবার তাকে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার চট্রগ্রামের চান্দগাঁও থানা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ওইদিন গভীর রাতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানায় কুখ্যাত ডাকাতকে হস্তান্তর করা হয়।
জানা গেছে, মো. আজিজুল (৫৮) মশাখালী ইউনিয়নের বীরখারুয়া গ্রামের মৃত মো. মফিজ উদ্দিনের ছেলে
পাগলা থানার ওসি রাজু আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে দৈনিক শিক্ষাডটকমকে জানান, ডাকাত আজিজুল আদালতের রায়ের পর পলাতক ছিলেন। আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে ১১ বছর স্বশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ১ বছরের দিয়েছিলো। দীর্ঘ ৩০ বছর ছদ্দনাম নাম নিয়ে চট্রগ্রামে বাস করেছিলেন। বুধবার তাকে ময়মনসিংহের আদালতে পাঠানো হয়েছে।