১১ হাজার ৭৬৯ নতুন শিক্ষক নিয়োগ : নির্বাচিতরা এসএমএস পাচ্ছেন, ভি-রোল জমা ৩০ জুনের মধ্যে

নিজস্ব প্রতিবেদক |

বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ হাজারের বেশি শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তির ফল ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যোগদান না করা পদগুলোতে দ্বিতীয় ধাপের সুপারিশের জন্য ১১ হাজার ৭৬৯ জন নির্বাচিত হয়েছেন। রোববার দুপুরে ১টা ৪০ মিনিট দিকে নির্বাচিত প্রার্থীরা এসএমএস পাওয়া শুরু করেছেন। এসব প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের পর চূড়ান্ত সুপারিশ করা হবে। তাদের আগামী ৩০ জুন পর্যন্ত ভি-রোল ফরম পাঠানোর সুযোগ দেয়া হচ্ছে।

রোববার দুপুরে এনটিআরসিএর এক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, বিশেষ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পদে নিয়োগ সুপারিশ পাচ্ছেন ৪ হাজার ৭৫২ জন। আর তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যোগদান না করা পদগুলোতে দ্বিতীয় ধাপের সুপারিশ পাচ্ছেন ৭ হাজার ১৭ জন প্রার্থী। পুলিশ ভেরিফিকেশনের পর প্রার্থীদের চূড়ান্ত নিয়োগ সুপারিশ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর এক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে জানান, রোববার দুপুর দেড়টার পর প্রার্থীরা সুপারিশের এসএমএস পাওয়া শুরু করেছেন। তাদের এসএমএস পাঠিয়ে বিষয়েটি জানানো হচ্ছে। সুপারিশপ্রাপ্তদের ৩০ জুন পর্যন্ত ভি-রোল ফরম পূরণ করে এনটিআরসিএতে পাঠানোর নির্দেশনা দেয়া হচ্ছে। যারা ভি রোল ফরম পাঠাবেন তাদের সুপারিশ করা হবে। 

মোট সাড়ে ২২ হাজার শিক্ষক পদে প্রার্থীদের নিয়োগের প্রাথমিক সুপারিশের পরিকল্পনা থাকলেও বিশেষ গণবিজ্ঞপ্তির সব পদে আবেদন পায়নি এনটিআরসিএ। সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, এ গণবিজ্ঞপ্তিতে ৮ হাজার ৩৫৯ জনের আবেদন পাওয়া গেছে। এরমধ্য থেকে মেধা ও চাহিদার ভিত্তিতে ৪ হাজার ৭৫২ জন নিয়োগ সুপারিশ পাচ্ছেন। এর ৪ হাজার ১৮৫ টি পদ এমপিও এবং ৫৬৭ টি পদ নন এমপিও। নতুন নিয়োগ সুপারিশের জন্য নির্বাচিত প্রার্থীদের ২ হাজার ৫০৪ জন সাধারণ ধারার স্কুল-কলেজে এবং ২ হাজার ২৪৮ জন মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ পাচ্ছেন।

মন্ত্রী আরও জানান, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যোগদান না করা ৭ হাজার ১৭ টি পদে আবেদন করা পরবর্তী প্রার্থীদের নিয়োগ সুপারিশ করা হচ্ছে। এসব পদের ৬ হাজার ২০৫ টি এমপিও এবং ৮১২টি ননএমপিও। দ্বিতীয় ধাপের সুপারিশের জন্য নির্বাচিত প্রার্থীদের ৪ হাজার ৫৩৯ জন সাধারণ ধারার স্কুল-কলেজে এবং ২ হাজার ৪৭৮ জন মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ পাচ্ছেন। মোট নিয়োগ সুপারিশের জন্য নির্বাচিত প্রার্থীদের মধ্যে পুরুষ ৭ হাজার ৭০৪ জন এবং নারী ৪ হাজার ৬৫ জন।

বিশেষ গণবিজ্ঞপ্তি অনুসারে ১৫ হাজার ১৬৩ শিক্ষক পদে আবেদন নেয়া হয়েছিলো। এ গণবিজ্ঞপ্তির ১৫ হাজারের বেশি পদে ৮ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন নেয়া হয়। এরমধ্যে এমপিও পদ ছিলো ১২ হাজার ৮০৭টি ও ননএমপিও পদ ছিলো ২ হাজার ৩৫৬টি। এসব পদে ৩ লাখ ৪৩ হাজার ৪০৭টি আবেদন পাওয়া গিয়েছিল।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0037829875946045