মেট্রোরেল চলাচলের নতুন সময় নির্ধারণ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন সূচি অনুযায়ী, ৩১ মে থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। সাপ্তাহিক বন্ধ থাকবে শুক্রবার।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমটিসিএল। এতে বলা হয়, সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত এবং দুপুর ৩টা ১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পিক আওয়ার বিবেচনায় ১০ মিনিট পরপর ট্রেন ছেড়ে যাবে।
এছাড়া বেলা ১১টা ১ মিনিট থেকে দুপুর ৩টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত অফ পিক আওয়ার বিবেচনায় ১৫ মিনিট পরপর ট্রেন ছেড়ে যাবে। এতে বলা হয়, ঈদুল আজহার দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ ডিসেম্বর মেট্রোরেলের ফলক উন্মোচন করেছেন। ২৯ ডিসেম্বর যাত্রী পরিবহন শুরু হয়। ৩১ মার্চ মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সব স্টেশন চালু হয়।
এখন উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেট্রোরেল চলছে। বর্তমানে মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার।