কুড়িগ্রামে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৫ লাখ টাকা আত্মসাৎ ও কর্মচারীকে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত নুরুল ইসলাম নুরনবী হলোখানা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অভিযোগকারী হারুন অর রশীদ একই বিদ্যালয়ের পিয়ন পদে কর্মরত।
হারুন অর রশীদ অভিযোগ করে দৈনিক শিক্ষাডটকমকে জানান, প্রধান শিক্ষক নুরুল ইসলাম আমাকে জামায়াতের রাজনীতিতে সম্পৃক্ত করতে চাপ সৃষ্টি করে আসছেন।
জানতে চাইলে হাসান দেওয়ান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, একদিকে জমি বিক্রির ১৫ লাখ টাকা ফেরত দিচ্ছেন না, অপরদিকে বড় ভাইকে চাকরি থেকে বরখাস্তর চেষ্টা করছেন। আমি সুবিচারের জন্য আদালতের দারস্ত হয়েছি।
জানতে চাইলে নুরনবী হলোখানা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমার বিরুদ্ধে জামায়াতের রাজনীতি করার অভিযোগটি সত্য নয়। আমার নামে মামলাটিও সাজানো। এ ব্যাপারে আদালতে পাল্টাপাল্টি মামলা রয়েছে।