যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে বাড়ি ডেনিস মালিক বার্নসের। বয়স ১৬ বছর। এই শিক্ষার্থী একই সঙ্গে ১৮৫টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ভর্তির জন্য লেটার পেয়েছেন। এর সঙ্গে পেয়েছেন ১ কোটি ডলারের বেশি বৃত্তির অফার।
ইন্টারন্যাশনাল হাইস্কুল অব নিউ অরলিন্সের শিক্ষার্থী ডেনিস মালিক বার্নস জানিয়েছে, ২০২২ খ্রিষ্টাব্দের আগস্টে কলেজে ভর্তির জন্য আবেদন করা শুরু করেছিল। এত কলেজের ছাত্র হওয়া তার উদ্দেশ্য ছিল না। তবে যতগুলো সম্ভব কলেজে আবেদন করতে চেয়েছিল সে।
মার্কিন গণমাধ্যম সিএনএনকে ডেনিস মালিক বার্নস বলেছে, ‘আমি অনেক কলেজে আবেদন করেছি।
আবেদনের সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে আর্থিক সহায়তা পাওয়া যায় কি না এবং আর কোনো কোনো কলেজে আমি সুযোগ পেতে পারি, সেই বিষয়ে আমার কৌতূহল বেড়েছিল। এতগুলো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ভর্তির অফার লেটার পাওয়াটা আসলে আমাকে তেমন অবাক করেনি।’
স্কুল কর্তৃপক্ষ বলছে, বার্নসের এ অর্জনের মাধ্যমে এক নতুন বিশ্বরেকর্ড গড়েছে সে। স্কুল ও বার্নসের এক মুখপাত্র জানান, বার্নসের এ অর্জনের আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য তারা ইতিমধ্যেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সঙ্গে যোগাযোগ করেছেন।
বার্নসের জিপিএ এখন ৪ দশমিক ৯৮। বার্নস বলেছে, ‘আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাই এবং তারপর আইনে পড়তে চাই।’ ২৪ মে তার গ্র্যাজুয়েশন শেষ হতে যাচ্ছে।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ডেনিস মালিক বার্নস সম্প্রতি বলেছে, সে ফল সেমিস্টারে কর্নেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরিকল্পনা করছে।