দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক : সপ্তদশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৯৮৫ জন প্রার্থী। ভাইভায় অংশ নেয়া ১ হাজার ২৫৫ জন প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি। বৃহস্পতিবার রাতে এ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। প্রার্থীরা ওয়েবসাইটে ফল দেখতে পারবেন।
এক বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে, প্রার্থীরা পরীক্ষার ফলাফল http://ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd/result/ ওয়েবসাইট থেকে রাত ১০ টার পর জানতে পারবেন। তাছাড়াও টেলিটক উত্তীর্ণ প্রার্থীদের এসএমএসে মাধ্যমে জানিয়ে দেবে।
সপ্তদশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় ২৬ হাজার ২৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২৫ হাজার ২৪০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্ত ভাবে ২৩ জন ৯৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।